বাগেরহাটের বারুইপাড়ায় কমিটি বিলুপ্তির ১৪ মাস পরেও সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ নিজেদের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন দুই ছাত্রদল নেতা। এমন বিবৃতি প্রকাশ করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ফেসবুকে এমন বিবৃতি দেন তারা।
বিবৃতিতে দেখা যায়, ছাত্রদল নেতা সাগর সরদার ও গোলাম রসুল শেখ (শিমুল) নিজেদেরকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেছেন।
কিন্তু জানা গেছে, গত বছরের ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে বাগেরহাট জেলাসহ জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।
বিতর্কিত ওই বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫নং বারুইপাড়া ইউনিয়ন শাখার একটি মতবিনিময় সভায় বিএনপি নেতা এম এ মান্নান মল্লিকের বক্তব্য বিকৃত করে শিবিরের পক্ষ থেকে অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় শিবির কর্তৃক অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে বিলুপ্ত কমিটির নেতারা কীভাবে দলীয় প্যাড ব্যবহার করে বিবৃতি দেন?
স্থানীয় ছাত্রনেতা হুসাইন বলেন, “একটি দলের সাবেক নেতা কীভাবে দলীয় প্যাডে বিবৃতি দেয়! এতে বোঝা যায়, সংগঠন কতটা দেউলিয়া পর্যায়ে পৌঁছেছে।”
এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা সাগর সরদারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।







