রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
সোমবার (১০ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
গুলশান চেয়ারপার্সন অফিসে বেলা ১১টা জাসাস প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
বুলবুল ললিত কলা একাডেমি প্রাঙ্গণে বিকেল সাড়ে ৩টায় ওয়ারী থানা ৩৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ঢাকা- ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির বিশেষ সহকারী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন।
কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা হলে বিকেল ৪টায় গণ প্রকৌশলী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
কলাবাগান থানার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় উৎসাহিত করার লক্ষ্যে বিকেল ৪টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। হাতিরপুল মোতালেব প্লাজার সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
ফয়েজ আহমদ তৈয়্যবের কর্মসূচি আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিকেল ৫টায় বিসিসি অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইটি কারিকুলাম বাস্তবায়নে কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের কর্মসূচি আগারগাঁও বিটিআরসির অফিসে সকাল ৯টায় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সঙ্গে সরাসরি অফিশিয়ালভাবে মিটিংয়ের আয়োজন করেছে বিটিআরসি। এতে উপস্থিত থাকবেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এবং দেশের সব মার্কেট থেকে মোবাইল ফোন ব্যবসায়ীদের নির্দিষ্ট একটি অংশ। জাতীয় শ্রমিক শক্তির কর্মসূচি বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বিকেল ৩টায় জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রমিক ফেডারেশনের সাধারণ-সম্পাদক বাবুল আক্তার, শ্রমিক সংহতি আন্দোলনের সাধারণ-সম্পাদক তাসলিমা আক্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাছিরুদ্দিন পাটওয়ারী।







