পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

Post Image

রোববার টাইগাররা মাঠে নামে হোয়াইটওয়াশ এড়াতে। তবে তা আর হয়নি, শেষ টি-টোয়েন্টিতেও হেরে গেছে বাংলাদেশ। হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে আগেই।

পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ পুঁজি নিয়ে বোলিং শুরু করেছিল বাংলাদেশ, পরিসংখ্যানও ছিল পক্ষে। গাদ্দাফি স্টেডিয়ামে পরে ব্যাট করে ১৭৭ রানের বেশি করতে পারেনি কেউ। তবে আজ পেরেছে পাকিস্তান।

মোহাম্মদ হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে ১৭.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। তাতে ৩ ম্যাচ সিরিজে ৩-০-তে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সব মিলিয়ে হারলো টানা ৫ টি-টোয়েন্টি ম্যাচে। অবশ্য প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। সাহিবজাদা ফারহানকে (১) থিতু হবার আগেই ফেরান মেহেদী মিরাজ। তবে দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুবকে নিয়ে হারিস যোগ করেন ৫৩ বলে ৯২ রান।

সাইম ২৯ বলে ৪৫ রান করে থামলেও থামানো যায়নি হারিসকে। ২৫ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। তাতেই ক্ষান্ত হননি, এগিয়ে যেতে থাকেন শতকের দিকে। মাঝে হাসান নাওয়াজ ফেরেন ১৩ বলে ২৬ করে। এরপর চতুর্থ উইকেট জুটিতে আগা সালমানকে নিয়ে হারিস পূর্ণ করেন নিজের সেঞ্চুরি । প্রথম ফিফটিটাকে ৪৫ বলে রূপ দেন সেঞ্চুরিতে। ততক্ষণে অবশ্য জয়ের সন্নিকটে পৌঁছে যায় পাকিস্তান।

শেষ পর্যন্ত ৮ চার ও ৭ ছক্কায় ৪৬ বলে ১০৭ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন হারিস। সাথে আগা সালমান অপরাজিত থাকেন ১২ বলে ১৫ রানে। মিরাজ ২৬ রানে ২ ও সাকিব ৩৬ রানে নেন ১ উইকেট।

এর আগে লাহোরে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনারের ব্যাটে রান আসতে থাকে দ্রুতগতিতে। পাকিস্তানের মাঠে প্রথম বিদেশী দল হিসেবে উদ্বোধনী জুটিতে ১০০ রানের কীর্তি গড়ে টাইগাররা। আরব আমিরাতের বিপক্ষে রেকর্ডগড়া শতকের পর পরের চার ম্যাচে আর দুই অংকের ঘরে যেতে পারেননি পারভেজ ইমন। তবে আজ জ্বলে উঠলেন, শুরু থেকেই আগ্রাসন চালিয়ে মাত্র ২৭ বলে তুলে নিলেন ফিফটি।

আরেক ওপেনার তানজিদ তামিম ধারাবাহিকতা ধরে রাখেন আজও। প্রথম দুই ম্যাচের মতো সাবলীল ব্যাট করতে থাকেন তিনি। তাদের সৌজন্যে ১১তম ওভারেই ১০০ পেরিয়ে যায় বাংলাদেশ। ১৮ ইনিংস পর উদ্বোধনী জুটিতে আসে শতাধিক রান। গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০৮ রান যোগ করেছিলেন সৌম্য সরকার ও তানজিদ। টি-টোয়েন্টিতে এই নিয়ে পঞ্চমবার জুটিতে পঞ্চমবার শতরান দেখল বাংলাদেশ।

তবে এরপর আর জুটি বড় হয়নি, একই ওভারে থামতে হয় তামিমকে। ফাহিম আশরাফের বলে ফিরেন ৩২ বলে ৪২ করে৷ ১১ ওভার শেষে স্কোর ১ উইকেটে ১১০ রান। পরের ৩ বলে আর মাত্র ৩ রান যোগ করতেই পারভেজ ইমনের উইকেটও হারিয়ে ফেলে বাংলাদেশ। শাদাব খানের শিকার হবার আগে ৭ চার আর ৪ ছক্কায় করেন ৩৪ বলে ৬৬ রান৷

লিটন দাস ও তাওহীদ হৃদয় মিলে পরিস্থিতি সামলে নেয়ার চেষ্টা করেন। পরের ৩১ বলে ৪৯ রান যোগ করেন দু’জনে। তবে দুই জনের কেউ পারেননি ইনিংস বড় করতে। লিটন ১৮ বলে ২২ ও সমান ১৮ বলে ২৫ করেন হৃদয়।

শামিম পাটোয়ারীও সুবিধা করতে পারেননি। ৫ নম্বরে নেমে ফেরেন ৪ বলে ৮ করে। আর সাতে নেমে মেহেদী মিরাজ করেন ৩ বলে ১। তবে জাকের আলি ৯ বলে ১৫ ও তানজিম ৩ বলে ৮ রান নিয়ে অপরাজিত থাকেন। সুবাদে ৬ উইকেটে ১৯৬ রানে পৌঁছায় বাংলাদেশ। যা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগারদের সর্বোচ্চ পুঁজি। আগের সেরা ছিল ৬ উইকেটে ১৭৫, ২০১২ বিশ্বকাপে পাল্লেকেলেতে। হাসান আলি ও আব্বাস আফ্রিদি নেন জোড়া উইকেট।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধান

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তান শান্তি সংলাপ

পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারত: ইসলামাবাদ

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

সর্বাধিক পঠিত

ফের চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস

হ্যারিকেন মেলিসা শক্তিশালী ক্যাটাগরি-৪ এ পরিণত, বিধ্বংসী বন্যা’র আশঙ্কা

আবারও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮, বন্দিদের হস্তান্তর স্থগিত করল হামাস

করাচি বন্দর ব্যবহার করতে পারবে বাংলাদেশ, পাকিস্তানের সম্মতি

ভয়াবহ ধোঁয়াশা ও বায়ুদূষণ মোকাবেলা করতে দিল্লিতে হবে কৃত্রিম বৃষ্টিপাত: মুখ্যমন্ত্রী

ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত: জেলেনস্কি

তাঞ্জানিয়ায় নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে বিক্ষোভ, সহিংসতায় নিহত ৭০০

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইসরাইলি পার্লামেন্টে পশ্চিম তীর অধিগ্রহণের প্রস্তাব নিয়ে রুবিওর সতর্কবার্তা

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শাহিদুল আলম