মাদুরো দম্পতিকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে কড়া বার্তা দিলো চীন

Post Image

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ‘গুরুতর লঙ্ঘন’ উল্লেখ করে মাদুরো দম্পতিকে ‘অবিলম্বে’ মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দ্রুত সমাধান না হলে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মাদুরো ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার সরকারকে উৎখাতের যেকোনো প্রচেষ্টা বন্ধ করতে হবে এবং বর্তমান সংকটের সমাধান হতে হবে সংলাপ ও আলোচনার মাধ্যমে। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে চীন ‘গভীর বিস্ময়’ প্রকাশ করার পাশাপাশি ঘটনাটির ‘তীব্র নিন্দা’ জানিয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক করার পর বর্তমানে মাদুরো ও তাঁর স্ত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আটক কেন্দ্রে বন্দি আছেন। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে মাদুরো দম্পতিকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরদিন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ছিল থমথমে পরিস্থিতি। স্বাভাবিক সময়ে জনসমাগমপূর্ণ প্রধান সড়ক, বাজার ও শপিংমলগুলোতে দেখা যায়নি তেমন ভিড়। অনেক এলাকায় দোকানপাট বন্ধ ছিল। তবে কিছু কিছু এলাকায় ফার্মেসি ও সুপারশপ খোলা থাকলেও সেখানে মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা স্পষ্ট ছিল। কোথাও কোথাও মাদুরোর মুক্তির দাবিতে তাঁর সমর্থকদের বিক্ষোভ করতেও দেখা গেছে।

এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট মাদুরোকে ‘অক্ষম’ ঘোষণা করে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দেয়। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রাষ্ট্রের শৃঙ্খলা, সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শনিবার ভোরে মধ্যরাতে চালানো অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রীকে কারাকাস থেকে হেলিকপ্টারে করে ক্যারিবীয় সাগরে অবস্থানরত মার্কিন নৌ জাহাজ ‘ইউএসএস আইডব্লিউও জিমা’-তে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের গুয়ানতানামো বে হয়ে নিউইয়র্কে আনা হয়। জানা গেছে, আটক হওয়ার পর থেকে নিউইয়র্কে পৌঁছানো পর্যন্ত মাদুরো প্রায় ৩৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। সূত্র: সিএনএন, রয়টার্স

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, আড়ালে কী চলছে?

মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়

হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড দখল করবেই যুক্তরাষ্ট্র : ট্রাম্প

নাগরিকদের ভেনেজুয়েলা ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো?

ভারতে গোবর-গোমূত্রে ক্যানসার নিরাময় প্রকল্পে ব্যাপক দুর্নীতি

সর্বাধিক পঠিত

ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তান শান্তি সংলাপ

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শাহিদুল আলম

ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে এই ডেলসি রদ্রিগেজ?

৩ দেশের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল রাশিয়া

ইলিশের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ, ক্রেতা খুশি হলেও হতাশ আড়তদাররা

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে অবস্থান জানাল এনসিপি

মাদুরো দম্পতিকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে কড়া বার্তা দিলো চীন