কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

Post Image

বাংলাদেশি আম উৎসবের (আল হাম্বা প্রদর্শনী) প্রথম সংস্করণ বুধবার কাতারের সৌক ওয়াকিফের পূর্বাঞ্চলীয় চত্বরে শুরু হয়েছে।

বেসরকারি প্রকৌশল অফিস এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন ধরণের আম এবং তাজা ফল প্রদর্শিত হচ্ছে।

বেসরকারি প্রকৌশল অফিস-এর প্রতিনিধি আব্দুর রহমান মোহাম্মদ আল-নামা বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করেন।

১ জুলাই পর্যন্ত চলমান এই প্রদর্শনীতে আম্রপালি, ল্যাংড়া, কাটিমন, খিরসাপাত, ফজলি, গোপালভোগ, হাড়িভাঙ্গা, বানানা আম, হিমসাগর এবং লক্ষণভোগের মতো বিখ্যাত বাংলাদেশি আমের বিভিন্ন জাতের প্রদর্শনী করা হবে।

এছাড়াও লিচু, কাঁঠাল, ড্রাগন ফল, পেয়ারা, বাকোয়ারিয়া মোটলেয়ানা এবং আনারস বিক্রি হচ্ছে। প্রদর্শনীটি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।

নজরুল ইসলাম গালফ টাইমসকে বলেন, এই প্রদর্শনী কাতারে বাংলাদেশি ফল প্রদর্শনের একটি সুযোগ যেখানে আমরা ক্রেতাদের বিশাল সমাগম আশা করছি। এই উৎসব বাংলাদেশি বিক্রেতা এবং রপ্তানিকারকদের তাদের পণ্যের জন্য একটি ভালো বাজার খুঁজে পেতে সাহায্য করবে। 

তিনি আরও বলেন, এই উৎসব দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে। এই ধরনের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক সমৃদ্ধি তুলে ধরার এবং কাতারের সাথে সম্পর্ক জোরদার করার স্থান। আমরা সাংস্কৃতিক বিনিময়ের জন্য বেশ কয়েকটি কার্যক্রম আয়োজন করেছি। এটি সম্পর্ক আরও বাড়াতে সাহায্য করবে।

প্রদর্শনীর সাধারণ তত্ত্বাবধায়ক খালিদ সাইফ আল-সুওয়াইদি বলেন, বাংলাদেশে আমের ফসল কাটার মৌসুমের সাথে মিল রেখে প্রথমবারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে, যার লক্ষ্য অংশগ্রহণকারী কোম্পানিগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধি করা এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পণ্য সরবরাহ করা। এই প্রদর্শনীটি উদযাপন কমিটি এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে যৌথ পরিকল্পনার ফলাফল, যাতে বাংলাদেশি এবং স্থানীয় উভয় কোম্পানিকে একটি বিশিষ্ট বাণিজ্যিক পরিবেশে তাদের পণ্য প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা যায়। তিনি জনসাধারণকে বাংলাদেশি আমের স্বাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। প্রদর্শিত অনেক আমের জাত স্থানীয় বাজারে প্রথমবারের মতো তোলা হচ্ছে।

আল-সুওয়াইদি আমের চারা তৈরিতে বিশেষজ্ঞ বেশ কয়েকটি কোম্পানির অংশগ্রহণের কথাও তুলে ধরেন। যা উৎপাদনের উদ্দেশ্যে আম চাষে আগ্রহী স্থানীয় নাগরিক এবং কৃষকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

অন্যান্য

সর্বশেষ খবর

স্মার্টফোন স্লো? জেনে নিন করণীয়

মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের ‘টেঁটাযুদ্ধ’, আহত ১৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

“তিনি শুধু হিজাবকেই কটাক্ষ করেননি, মদ্যপানকে নরমালাইজ করার চেষ্টা করেছেন”

পদ্মাপাড়ে লোকালয়ে কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

সকালে খালি পেটে যেসব খাবার খাবেন

জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ

সর্বাধিক পঠিত

সকালে খালি পেটে যেসব খাবার খাবেন

মাতৃত্বকালীন কার্ডিওমায়োপ্যাথি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

মেয়েকে বাঁচাতে ১৪তলা প্রমোদতরী থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন বাবা

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

শিক্ষক-শিক্ষার্থীদের সাথে তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান-ভিসির মতবিনিময়

পদ্মাপাড়ে লোকালয়ে কুমির, এলাকাজুড়ে আতঙ্ক

চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী

জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ

'আমেরিকায় এক আওয়ামী চোর পরিবার রোলস রয়েসে মসজিদে যায়'