বগুড়ায় ১০ মামলার আসামি মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল গ্রেপ্তার

Post Image

বগুড়ায় জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ১০ মামলার আসামি শাকিল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শাজাহানপুর উপজেলার আলোচিত ক্যাডার হত্যাসহ দেড় ডজন মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর অন্যতম সহযোগী।  

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টায় সদর উপজেলার মফিজ পাগলার মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে শাকিল মাহমুদ সাধারণ মানুষের জমি দখল, জাল দলিল তৈরি, চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি এসব মামলার কারণে পলাতক ছিলেন।

শাজাহানপুরের ভুক্তভোগী আব্দুর রউফ জানান, আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসী শাকিল শাজাহানপুরে থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামানের সহযোগী হয়ে সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতন চালাতো। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি শাকিলের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুর ও চুরিসহ মোট ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

এক্সক্লুসিভ