পূর্বাচলে ডিএনসিসির বনায়ন কর্মসূচির উদ্বোধন

Post Image

“সবুজে ঢাকা, সুস্থ নগর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সবুজ নগর গঠনের লক্ষ্যে ৩ মাসের বনায়ন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার সকালে পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে ডিএনসিসির উদ্যোগে এ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, শহরের ইকো সিস্টেম একবার নষ্ট হলে তা পুনর্গঠন কঠিন হয়ে পড়ে। তাই আমাদের শহরের প্রতিবেশ রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, 'গাছ শুধু রোপণ করলেই হবে না, তাদের যত্ন ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। সবুজ পরিসর বাড়িয়ে একটি বাসযোগ্য ঢাকা গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'

এই সময়োপযোগী উদ্যোগ নগরের পরিবেশ রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য, শহরের সৌন্দর্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডিএনসিসি প্রশাসক।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ তার বক্তব্যে বলেন, ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস ও জনস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে ডিএনসিসি ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এই বর্ষা মৌসুমে ৩ থেকে ৫ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রশাসক আরও বলেন, 'ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তুলতে হলে জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। জনস্বাস্থ্য সংকট দূর করতে হলে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, আর সে উদ্দেশ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।'

ডিএনসিসির সবুজায়ন কার্যক্রমের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে নগরের সড়ক বিভাজক, পার্ক, খেলার মাঠ, কবরস্থান, খালপাড় ও নিম্ন আয়ের বসবাসকারী এলাকায় প্রায় ৭৭ হাজার গাছ রোপণ করা হয়েছে। এসব বৃক্ষের মধ্যে রয়েছে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রজাতি।

ভবিষ্যতের নগর উন্নয়নে ডিএনসিসির পরিকল্পনায় রয়েছে ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড়ে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন অধিদপ্তর ও রাজউকের সঙ্গে যৌথভাবে মাস্টারপ্ল্যানভিত্তিক নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে পূর্বাচল নতুন শহরের ৪৩ কিলোমিটার দীর্ঘ লেকপাড় ও গ্রিন বেল্ট এলাকায় ব্যাপক সবুজায়নের পরিকল্পনা নেয়া হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকার বনানীতে ‘জিরো সয়েল’ কর্মসূচিরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী সহ ডিএনসিসি, বন অধিদপ্তর এবং রাজউকের কর্মকর্তাবৃন্দ।

বিডি প্রতিদিন/মুসা

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা, পরিচালনা পর্ষদ বিলুপ্ত

প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত, যেসব নম্বর পেল পুরস্কার

বরাদ্দ না পেয়ে বন্ধ হাসপাতাল, জামায়াতের ১০ লাখ টাকার অনুদান

তিন মাসে বিদেশি ঋণ প্রাপ্তি ১১৫ কোটি ডলার, পরিশোধ ১২৮ কোটি

দুই দশক পর ঢাকায় বসছে বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠক

২৪ ব্যাংকের মূলধনে ঘাটতি ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা, ঝুঁকিতে আর্থিক খাত

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

সর্বাধিক পঠিত

প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত, যেসব নম্বর পেল পুরস্কার

২৪ ব্যাংকের মূলধনে ঘাটতি ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা, ঝুঁকিতে আর্থিক খাত

দুই দশক পর ঢাকায় বসছে বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠক

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

তিন মাসে বিদেশি ঋণ প্রাপ্তি ১১৫ কোটি ডলার, পরিশোধ ১২৮ কোটি

হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

নীলফামারীতে শিক্ষাবৃত্তি বিতরণ কর্মসূচি

শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে ঢাকায় যোগ দিলেন জঁ পেসমে

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক