বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে ঢাকায় যোগ দিলেন জঁ পেসমে

Post Image

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জঁ পেসমে। আজ সোমবার (৩০ জুন) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে কাজ শুরু করেছেন।

ফ্রান্সের নাগরিক জঁ পেসমে প্রকৌশলী হলেও তাঁর পুরো কর্মজীবন জুড়ে বৈশ্বিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আর্থিক খাতের সংস্কার নিয়ে রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। তিনি ২০০৩ সালে বিশ্বব্যাংকে সিনিয়র ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট হিসেবে যোগ দেন এবং এরপর থেকে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আইএফসি-তে (International Finance Corporation) নেতৃত্বদানের ভূমিকাও রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আর্থিক খাত উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

নতুন দায়িত্বে যোগ দেওয়ার আগে তিনি বিশ্বব্যাংকের গ্লোবাল ডিরেক্টর (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন। সেই সময়ে তিনি বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে আরও সংগঠিত, স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার লক্ষ্যে কাজ করেছেন। পাশাপাশি, তিনি ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি গ্লোবাল টিমের নেতৃত্ব দিয়েছেন, যারা আন্তর্জাতিক মান অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বৈশ্বিক আর্থিক খাত পরিচালনায় সহায়তা করে।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় জঁ পেসমে বলেন, ‘বাংলাদেশের আছে বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো অনন্য উন্নয়ন অভিজ্ঞতা। এই দেশটি বারবার উদ্ভাবন ও সংকট মোকাবিলায় তার সক্ষমতা প্রমাণ করেছে। আমি সরকার এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যাতে দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন ‘ওয়ান ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ’ কৌশলের আওতায় কাজ করছি, যার মাধ্যমে আমাদের বেসরকারি খাতের দুই অংশীদার—আইএফসি ও এমআইজিএ—এর সঙ্গে যৌথভাবে বিনিয়োগ আকৃষ্ট করে গুণগত কর্মসংস্থান সৃষ্টি এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করা হবে।’

নতুন পদে জঁ পেসমে বাংলাদেশ ও ভুটানের সঙ্গে কৌশলগত ও নীতিগত সংলাপ চালাবেন, যাতে বিশ্বব্যাংকের সহায়তা দেশ দুটির উন্নয়ন লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে, তিনি দেশভিত্তিক ও আঞ্চলিক কার্যক্রমসমূহকে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্য ও ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পরিচালনায় নেতৃত্ব দেবেন। গতি, প্রভাব, মাপ, অগ্রাধিকার খাত এবং অংশীদারত্ব—এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা, পরিচালনা পর্ষদ বিলুপ্ত

প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত, যেসব নম্বর পেল পুরস্কার

বরাদ্দ না পেয়ে বন্ধ হাসপাতাল, জামায়াতের ১০ লাখ টাকার অনুদান

তিন মাসে বিদেশি ঋণ প্রাপ্তি ১১৫ কোটি ডলার, পরিশোধ ১২৮ কোটি

দুই দশক পর ঢাকায় বসছে বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠক

২৪ ব্যাংকের মূলধনে ঘাটতি ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা, ঝুঁকিতে আর্থিক খাত

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

সর্বাধিক পঠিত

প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত, যেসব নম্বর পেল পুরস্কার

২৪ ব্যাংকের মূলধনে ঘাটতি ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা, ঝুঁকিতে আর্থিক খাত

দুই দশক পর ঢাকায় বসছে বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক কমিশনের বৈঠক

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

তিন মাসে বিদেশি ঋণ প্রাপ্তি ১১৫ কোটি ডলার, পরিশোধ ১২৮ কোটি

হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

নীলফামারীতে শিক্ষাবৃত্তি বিতরণ কর্মসূচি

শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে ঢাকায় যোগ দিলেন জঁ পেসমে

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক