চতুর্থ দিনের আপিল শুনানিতে ঢাকা–২ আসনে জামায়াতের প্রার্থী আবদুল হকসহ জামায়াতের তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এদিকে ঋণখেলাপীর দায়ে যশোর-৪ বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি জমা দিয়েছে জুলাই ঐক্য। জাতীয় পার্টি বলছে, মব করে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।
চতুর্থ দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের আপিল শুনানি করেছে। এরমধ্যে ৫৩ জনের আপিল মঞ্জুর ও ১৭ জনের আপিল নামঞ্জুর করেছে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয় মঙ্গলবার সকাল ১০টায়। এদিন ৭০টি আপিল শুনানি করে নির্বাচন কমিশন।
স্বতন্ত্র প্রার্থীদের ছোটখাটো ভুলে নির্বাচন কমিশন শিথিলতা দেখায়। প্রার্থীতা ফিরে পেয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন।
জামায়াতে ইসলামী, সিপিবি,বাসদসহ বেশ কিছু দলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত জাতীয় পার্টির ৩০টি আবেদনের মধ্যে ২৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আপিল শুনানিকালে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে আসে জুলাই ঐক্য নামে একটি সংগঠন। জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, ‘মব করে দলটির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না।’







