দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী-এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরও নয় প্রার্থীর মনোনয়ন বৈধ, তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়।


‎শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় পিরোজপুর-১ আসন, দুপুর ১২টার পিরোজপুর-২ আসন ও বিকেল ৩টায় পিরোজপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ এ ঘোষণা দেন।


বৈধ প্রার্থীরা হলেন—পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। পিরোজপুর -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আরেক ছেলে শামীম সাঈদী, এবিপি মনোনীত প্রার্থী ফয়সাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (জেপা) মনোনীত প্রার্থী মহিবুল হাসান। পিরোজপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শামীম হামিদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রুস্তম আলী ফরাজী, জাসদ মনোনীত প্রার্থী করিম শিকদার।


মনোনয়ন  বাতিল হওয়া  প্রার্থীরা হলেন—পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের সতন্ত্র প্রার্থী মো. তৌহিদুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঋণখেলাপী থাকায় এবং বাকি দুইজনের এক শতাংশ ভোটার তথ্যে গড়মিলের কারণে মনোনয়ন বাতিল করা হয়।


স্থগিত প্রার্থীরা হলেন—পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আ. জলিল শরীফ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবি। মনোনয়নপত্রের কাগজপত্রে ঘাটতি থাকায় তাদের স্থগিত রাখা হয়েছে। আগামীকাল (রোববার) সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।


‎পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুরের তিনটি আসনে মনোনয়ন দাখিলকরা ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া, তিনজনের মনোনয়ন বাতিল এবং দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঋণখেলাপী থাকায় এবং বাকি দুইজনের এক শতাংশ ভোটার তথ্যে গড়মিল এবং দুজনের কাগজপত্রে ঘাটতি থাকায় তাদের স্থগিত রাখা হয়েছে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে আসনভিত্তিক প্রচারে নামছে এনসিপি

ইসির আপিল শুনানিতে ৩৫ অবেদনের ২৭টি মঞ্জুর

বগুড়ায় প্রার্থিতা ফিরে পেলেন মান্না

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন, তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না: হাসনাত

চাঁদপুর-২ আসন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী

জামায়াত আমিরের সঙ্গে বিশেষ সাক্ষাতে নাহিদ

মনোনয়ন ফিরে পেলেন জামায়াত প্রার্থী মজিবুর রহমান

আসুন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

বিএনপির প্রার্থী পরিবর্তন দাবিতে মশাল মিছিল, সংঘর্ষে আহত ২০

ভ্যানে চড়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার

রাজধানীতে নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি

বহিষ্কার প্রত্যাশিত ছিল, নতুন পথ চলার প্রত্যয় রুমিন ফারহানার

জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের

জামায়াতকে ‘ভালো হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

স্কাউটসের পদে থেকে বিএনপিতে যোগদান স্নিগ্ধের, ‘বেআইনি’ বলছে সংগঠন

বিএনপি গণভোট বানচাল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কাফনের কাপড়ে সড়কে শুয়ে রিজভীকে আটকে দিলেন নেতাকর্মীরা

আ.লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি প্রার্থীর