সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ নানা তথ্য। হাওরবেষ্টিত এই আসনে এবার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। তাঁর জমা দেওয়া নির্বাচনি হলফনামায় স্বর্ণের মূল্য সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
হলফনামায় নাছির উদ্দিন চৌধুরী এক ভরি স্বর্ণের বর্তমান মূল্য ২০ লাখ টাকা উল্লেখ করেছেন। সেখানে তিনি পেশা হিসেবে নিজেকে কৃষিজীবী হিসেবে উল্লেখ করেছেন। যদিও এর আগে তিনি ব্যবসায়ী ছিলেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে। কৃষিখাত থেকে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৪ লাখ টাকা।
হলফনামা অনুযায়ী, তাঁর স্ত্রী বা স্বামীর নামে রয়েছে ৫ ভরি স্বর্ণালংকার। অর্জনের সময় এসব স্বর্ণালংকারের মূল্য ছিল ২ লাখ টাকা। তবে বর্তমানে এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা। সে হিসাবে এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২০ লাখ টাকা।
অস্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, নিজ নামে নগদ অর্থ রয়েছে ১০ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১৪ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ইলেকট্রনিক পণ্যের মূল্য ১ লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা দেখানো হয়েছে। অর্জনকালীন সময়ে এসব অস্থাবর সম্পদের মোট মূল্য ছিল ১২ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৪ লাখ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে তাঁর নিজ নামে রয়েছে ৩ একর কৃষিজমি। এ ছাড়া যৌথ মালিকানায় রয়েছে আরও ১০ একর কৃষিজমি—এমন তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে।







