পর্যটনকেন্দ্রের সাদা পাথরকাণ্ডে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা সহ-সভাপতি সাহাব উদ্দিনের সকল সদস্য পদ স্থগিত করা হয়েছিল। পরে তাকে দল থেকে বহিস্কারও করা হয়। সাদাপাথর লুটের ঘটনায় দায়ের করা মামলায় জেলও খাটেন তিনি। প্রায় সাড়ে চার মাসের মাথায় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়-‘দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনার সকল পদ স্থগিত করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সীদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি আপনার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধু দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।’
সাদাপাথর ও ভোলাগঞ্জ কোয়ারির পাথর লুটের ঘটনায় সবার আগে সাহাব উদ্দিনের নাম আসে। দুদকের তালিকায়ও তার নাম রয়েছে। এ অবস্থায় চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করে ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়। পরে তাকে বহস্কিার করে বিএনপি।
১৩ সেপ্টেম্বর সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ওই সময় উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক আলী আকবর বিবৃতি প্রদান করলে তাদেরও শোকজ করে জেলা বিএনপি। কয়েক মাসের মাথায় স্বপদে না ফিরলেও দলে তাকে ফিরিয়ে নেয় বিএনপি।







