ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানের জামিন হয়েছে। রোববার বিকালে তাকে জামিন দেন আদালত।
এর আগে ১৪ ডিসেম্বর হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় র্যাব-২-এর উপপরিদর্শক (এসআই) বিপ্লব বড়ই জানিয়েছিলেন, গুলিবর্ষণের ঘটনায় 'ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫' নম্বরের একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল। ওই মোটরসাইকেলের মালিক আবদুল হান্নান। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।
তার আগে গত শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।







