আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি

Post Image

গেল শুক্রবার, ডিসেম্বরের ১২ তারিখ, বিজয়নগর এলাকায় ওসমান হাদি নামের জুলাই বিপ্লবের ঝাঁকড়া চুলের ক্যারিশমাটিক তরুণ বুদ্ধিজীবী ও নেতাকে হত্যার চেষ্টার আগ পর্যন্ত ছেলেটিকে খুব সামান্যই জানতে পেরেছিলাম। শানিত কথার ঝলসানি লাগা তার অল্প কিছু আলাপ-সালাপের স্ফুলিঙ্গ ছিল বুকে চমক লাগিয়ে দেওয়ার মতো। গত ছয়দিনে সারাদিন যখনই সময় পেয়েছি, এই উদিত তরুণ চিন্তক ও বিপ্লবীকে, তার স্বল্পস্থায়ী অনন্য সংগ্রামকে, তার দুর্দান্ত ক্রিটিক্যাল রাজনৈতিক চিন্তাকে জানাবোঝার চেষ্টা করেছি। বুকের ভেতর ঝড় বয়ে যাওয়া অদম্য তরুণদের যে জীবনী শক্তিতে জুলাই বিপ্লব সম্ভব হয়েছে ওসমান হাদির মধ্যে তার ঝলক দেখা যায়। তার বাংলাদেশের বাস্তবতার রাজনৈতিক অনুবাদ অসামান্য!   

-হাদি জামায়াতে ইসলামীর অবস্থানের থেকে দূরত্ব বজায় রেখেছেন।

-এনসিপির সমালোচনা করতে একবিন্দু ছাড় দেননি। 

-ইউনূস সরকারের সমস্যা চিহ্নিত করতে পিছ পা হননি। 

-মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার মতো জুলাইয়ের চেতনার সোল এজেন্সি নেওয়ার চেষ্টা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বিলাস ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।  

-শাহবাগের গণজাগরণ মঞ্চকে সুশীলদের মব বলেছেন। সেখান থেকে কিভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের খোদ জুডিশিয়ারিকে করাপ্ট করে বিচারকে প্রহসনে পরিণত করা হয়েছে, সেই সিস্টেমিক ক্রিমিনাল অফেন্সগুলোকে চিহ্নিত করেছেন।

-সাংস্কৃতিক ফ্যাসিবাদকে সবচাইতে খতরনাক হিসাবে মোকাবিলার জন্য উদ্যোগী হয়েছেন। 

-নারীদের গণপরিসরে অংশগ্রহণকে সম্মান ও মর্যাদার চোখে দেখেছেন। জুলাই-পরবর্তী নারীবিদ্বেষী আলাপে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। বোরকা ও টিশার্ট পরা মেয়েদের একসঙ্গ চলাকে তিনি স্বাগত জানিয়েছেন। জুলাইয়ের বোনদের তিনি সংগ্রামের সাথী হিসেবে মর্যাদা দিয়েছেন।    

-ভারতীয় কলোনিয়াল আগ্রাসনকে মোকাবিলার জন্য, স্বাধীনচেতা নাগরিকের মানস গঠনে সাংস্কৃতিক বিপ্লবের লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। 

-অনর্গল বক্তা হাদি রাজনীতি বিজ্ঞানের কঠিন কঠিন তত্ত্বকথাকে সুশীল ভাষাকে ভেঙেচুরে আমজনতার বোলচালে রাজপথে, মাঠে-ময়দানে নিয়ে এসেছেন। 

ঢাকা ৮ আসনের তরুণ সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর আঁততায়ীর হামলায় এটা স্পষ্ট যে, নিরস্ত্র হাস্যমুখের কবি ও বিপ্লবী আসলে দেশবিরোধী অনেকগুলো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের জন্য হুমকি হয়ে উঠেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী-  একটি নামকরা মাদ্রাসার হাই অ্যাচিভিং ছাত্র- এই হাদির তুমুল জনপ্রিয়তা, তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত আলাপচারিতা, দুঃসাহসী রাজনৈতিক বিশ্লেষণ এবং সততা ও ইনসাফের সম্মিলন তাকে এক অপ্রতিরোধ্য চরিত্র করে তুলেছিল। চব্বিশের জুলাইয়ের শেষের ইন্টারনেট শাটডাউনের ভয়াল দিনগুলোতে রামপুরায় যে জনযুদ্ধ হয়েছিল, সেই অবিস্মরণীয় যুদ্ধে কারফিউ ভঙ্গ করার নেতৃত্ব দেওয়া ভাই ওসমানের বিবরণীতে সেই দিনগুলো অমর হয়ে থাকবে। সেই হেলিকপ্টার কিম্বা উঁচু কোনো ভবনের ছাদ থেকে স্নাইপারের গুলিতে মাথার খুলি উড়ে যাওয়া মাস্ক পরা তরতাজা ছেলেটার খণ্ডিত দেহ , সেই বেকারির শ্রমিকের বিনা উসকানিতে খুন, ক্লাস নাইনের বাচ্চার লাশ দেখে বেঁচে থাকা হাদি তার বোনাস জীবনকে ইনসাফ কায়েমের জন্য উৎসর্গ করেছেন। সারাদিন রাজপথে লড়াই করে সারারাত ল্যান্ড লাইনে প্রবাসী ভাইদের কাছে দেশের প্রতিদিনের সংবাদ দিয়েছেন, তার অনাগত সন্তানের ভবিষ্যতকে বাজি রেখেছেন ভাই ওসমান, আবার ঘরে এসে ফ্লোরে বসে শাক-সবজি কেটে দিয়ে স্ত্রীকে সাহায্য করেছেন। পুরুষালি ইগোর তিনি থোড়াই পরোয়া করেছেন। আমি একজন দেশী পুরুষকেও চিনি না; যিনি এই কাজটি করে থাকেন। ঝালকাঠি জেলার নলছিটি গ্রামের একটি সম্ভ্রান্ত শিক্ষিত সংস্কৃতিমনা মুসলমান পরিবারের- ভায়ের-মায়ের স্নেহে প্রতিপালিত, বোনের আদরের- কনিষ্ঠ সন্তান ওসমান এমন সব দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, যার সম্মিলন বিরল। আগামীর বাংলাদেশের জন্য জুলাইয়ের গার্ডিয়ান এঞ্জেল, একজন শক্তিশালী জাতীয় নেতা হওয়ার পথে তার অমোঘ যাত্রা বহু পক্ষের বুকে ত্রাস সৃষ্টি করেছিল। হাদির মৃত্যুকে কেন্দ্র করে, তার মিত্রদের মধ্যে ন্যাক্কারজনকভাবে জুলাইয়ের সহযোদ্ধাদের ব্যাশিং করে ভোটের রাজনীতিতে ফায়দা নেওয়ার চেষ্টা হলো। আজ যখন ভাই হাদি তার শহীদি তামান্না পূর্ণ করলেন, সেই সুযোগে দেশের মধ্যে এই মুহূর্তে অপ্রয়োজনীয় অরাজকতা, নাশকতা করে লাল জুলাইয়ের রক্তের বন্যার বিনিময়ে পাওয়া নির্বাচন বানচাল করবার চেষ্টা রুখে দিতে জুলাইয়ের দুর্জয় ঐক্যের প্রকাশ হোক!   

লাল জুলাইয়ের র্যাপার, জুলাই বিল্পবের কবিয়াল সংগ্রামী যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি, লও সালাম! 

ওসমান হাদি

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

বিভেদ ভুলে দেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি

এনসিপির নেতাকর্মীদের দেশব্যাপী বিক্ষোভের নির্দেশ

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে : সারজিস

ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে জামায়াতের বিবৃতি

তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বাধিক পঠিত

ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে মারেন’

দেশে জামায়াতের ভোট মাত্র ৫-৬ শতাংশ: মির্জা ফখরুল

রাতেই হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব

মনোনয়ন না পেয়ে টাকার বান্ডিল দেখালেন প্রার্থী

‘যারা নির্যাতিত হয়েছে, তাদের মূল্যায়ন করতে হবে’

পিআর পদ্ধতিতে নির্বাচন আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় : সালাহউদ্দিন

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে না: এটিএম আজহার

এনসিপিকে বয়কট করলেন হাত হারানো আলোচিত সেই জুলাইযোদ্ধা আতিক

আখতার হোসেনের বক্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বলল জামায়াত

তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির