হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থী অলিউল্লাহ নোমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় মাধবপুর উপজেলা নির্বাচন সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুস শহিদ, মাধবপুর উপজেলা জামায়াতে আমির মাও. আলাউদ্দিন ভূইয়া, সেক্রেটারি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া, বাইতুল মাল সম্পাদক শামসুর রহমান, মাধবপুর পৌর সভাপতি আব্দুর রহমান খাঁন সোহাগ, শিবিরের উপজেলা সভাপতি আব্দুর রাকিব রানা, উপজেলা নির্বাচন পরিচালক হাফেজ নবীর হোসাইন, মাধবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল খায়ের প্রমুখ।
প্রসঙ্গ, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।







