ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

Post Image


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা টার্গেট কিলিং শুরু করেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার অধিকার নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আজ আমি অত্যন্ত ব্যথিত। হাদি আমাদের সহযোদ্ধা। আমরা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছি। এখন তিনি সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত শুরু হয়েছে। তারা ফ্যাসিবাদ বিরোধী নেতাদের টার্গেট করে হত্যার মিশনে নেমেছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ।

সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর আজই ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হলো। ওসমান হাদি একজন প্রার্থী। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই সরকার এখনো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি। তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। ভারতের চক্রান্তে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক নেতাদের টার্গেট করেছে। তারা নির্বাচন বানচাল করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।

এ সময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে

জামায়াতের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ওসমান হাদি ছিলেন রিকশায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে

‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি

তারেক রহমান কী লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন?

সর্বাধিক পঠিত

এনসিপির নেতৃত্বে নতুন জোট ঘোষণা

পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

‘একটি দলের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা হচ্ছে’

রুহুল কবির রিজভীর নাম নেই বিএনপির প্রার্থী তালিকায়

রাতেই হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব

দেশে জামায়াতের ভোট মাত্র ৫-৬ শতাংশ: মির্জা ফখরুল

মশাল মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুরসহ আহত ১০

দুর্দিনের কান্ডারি দুই নেতা পাননি ধানের শীষ, ফেসবুকে তোলপাড়

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, দাম ১০ হাজার টাকা

ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে মারেন’