আগামীকাল (বৃহস্পতিবার) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে—রাজধানীর গুলিস্তানে ছাত্রলীগের মিছিল চলছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি ছাত্রলীগের নয়; বরং এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচির দৃশ্য।
ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। তাদের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির দৃশ্য গুলিস্তানের নয়, বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে ধারণ করা হয়েছে।
অনুসন্ধানের অংশ হিসেবে ভিডিওটির একাধিক স্থিরচিত্র (কি-ফ্রেম) রিভার্স সার্চের মাধ্যমে মিল পাওয়া যায় ‘বৈশাখী টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত ১১ নভেম্বরের একটি প্রতিবেদনের সঙ্গে। তিন মিনিট দীর্ঘ সেই মূল প্রতিবেদনের শুরুতেই আলোচিত ভিডিওর দৃশ্য হুবহু মিলে যায়।
বৈশাখী টিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘রান উইথ জবি শিবির’ শিরোনামে একটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে বক্তব্য রাখেন।
অর্থাৎ, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বা ছাত্রলীগের কোনো মিছিলের সঙ্গে সম্পর্কিত নয়। এটি পুরোনো একটি ভিডিও, যা ভিন্ন দাবি দিয়ে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
রিউমর স্ক্যানারের মন্তব্যে বলা হয়, “ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের একটি সচেতনতা কর্মসূচির। এটি ছাত্রলীগের গুলিস্তান মিছিল হিসেবে প্রচার করা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।”







