বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে যোগাযোগ বজায় রাখছি: ভারতের সেনাপ্রধান

Post Image


ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের মাধ্যম সক্রিয় রয়েছে।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের ধরন বোঝা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। যদি সেখানে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকে, তাহলে তারা যে সিদ্ধান্ত ও পদক্ষেপ নিচ্ছে, সেগুলো দীর্ঘমেয়াদি—আগামী ৪–৫ বছরের জন্য—নাকি স্বল্পমেয়াদি, কেবল আগামী কয়েক মাসের জন্য—তা মূল্যায়ন করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে এখনই ভারতের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো জরুরি কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে।


মঙ্গলবার নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।


ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘এই মুহূর্তে তিন বাহিনীই তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তিনি বলেন, ‘অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি।


আমরা সেখানে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর প্রধানও কথা বলেছেন।


জেনারেল দ্বিবেদী বলেন, এর উদ্দেশ্য হলো, কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল-বোঝাবুঝি যেন না হয়। আমি আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়।


তিনি আরো বলেন, ‘সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে, আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত অন্তত ২২

ইরান এবং ভেনেজুয়েলা ট্রাম্পের একই ধরনের প্রজেক্ট, বিশ্বের জন্য সতর্কবার্তা

বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে যোগাযোগ বজায় রাখছি: ভারতের সেনাপ্রধান

সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি

ইরানজুড়ে ‘বিদেশি মদদপুষ্ট’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাখো জনতার সমাবেশ

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

সর্বাধিক পঠিত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শাহিদুল আলম

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে এই ডেলসি রদ্রিগেজ?

ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী

৩ দেশের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল রাশিয়া

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে অবস্থান জানাল এনসিপি

ইলিশের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ, ক্রেতা খুশি হলেও হতাশ আড়তদাররা

মাদুরো দম্পতিকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে কড়া বার্তা দিলো চীন

পাকিস্তানে মিসাইল আক্রমণ চালালো ভারত

ভারত-পাকিস্তান সংঘাতে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প