রামগোপাল হোসেনিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে “ক্যারিয়ার ভাবনা” শীর্ষক ক্যারিয়ার সচেতনতা ও দিকনির্দেশনা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—এই তিনটি স্ট্রিম নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজনে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, বিষয় নির্বাচন, সম্ভাব্য ক্যারিয়ার পথ এবং একাডেমিক প্রস্তুতি নিয়ে অতিথিরা বিস্তৃত আলোচনা করেন। পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে মোটিভেশনাল আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শেখ মুজিবুর রহমান হল সংসদের সাহিত্য সম্পাদক আবিদ হাসান রাফি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহাম্মেদ সাঈদি এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম। তারা শিক্ষার্থীদের স্বপ্ন, অধ্যবসায়, মনোযোগ ও ইতিবাচক মনোভাব দিয়ে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, বিশিষ্ট আলেম ও শিক্ষা অনুরাগী মাওলানা হুমায়ুন বাদশা, রামগোপাল হোসেনিয়া দাখিল মাদরাসার সভাপতি শাহিনুর রশিদ কামাল, সুপার মাওলানা আবু তালেব ও শিক্ষক আতাউর রহমান। এছাড়াও স্থানীয় বেশ কয়েকজন শিক্ষক ও তরুণ সংগঠক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ শিক্ষামুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে সচেতন ও প্রস্তুত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







