জবিতে ১ হাজার নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিলো ছাত্রীসংস্থার

Post Image


সুহাইল আহমদ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক হাজার শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ করেছে শাখা ইসলামী ছাত্রীসংস্থা।  ‘মডেস্ট গ্লো মিশন’ স্লোগানে এ কর্মসূচি পালন করেছে তারা।


মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুরু হওয়া এই কর্মসূচি চলমান থাকে আজ বিকেল ৪টা পর্যন্ত।


আয়োজকরা বলেন, ১০ তারিখ সকাল থেকে ১১ তারিখ সকাল পর্যন্ত রেজিষ্ট্রেশনের সময় দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে রেজিষ্ট্রেশন করেন এক হাজার পনেরজন শিক্ষার্থী। যাদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী আজ হিজাব সংগ্রহ করেছেন। যারা এখনও সংগ্রহ করেননি, তাদের কাছেও আমরা হিজাব পৌঁছে দেব।


কর্মসূচির বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, “যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না, উভয়ই আমাদের থেকে হিজাব সংগ্রহ করেছেন। আমরা আসলে এই বার্তা দিতে চাই যে, হিজাব আসলে আমার উন্নতি বা অগ্রগতির অন্তরায় নয় বরং সুরক্ষা। আমরা হিজাবের প্রতি নারী শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে চাই এবং তাদের মধ্যে থাকা হিজাব নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে চাই। এজন্যই আমাদের এই কার্যক্রম। আলহামদুলিল্লাহ, অনেক সাড়া পাচ্ছি।”


আরেক নেত্রী বলেন, “আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ছিল নারী শিক্ষার্থীদের কাছে দাওয়াত পৌঁছানো। এই কর্মসূচি আমাদের দাওয়াতি কাজের অংশ। আমরা আনন্দিত যে আমাদের এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যাপক সাড়া দিয়েছেন। আমরা এক হাজারের বেশি নারী শিক্ষার্থীর কাছে এই কর্মসূচির মাধ্যমে পৌঁছাতে পেরেছি।”


কর্মসূচি থেকে হিজাব সংগ্রহ করা অর্থনীতি বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী গাজী সামিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানাই। এখানে মডেস্টি প্রচার করা হচ্ছে। একই সঙ্গে এখান থেকে আমাদের মধ্যে কানেক্টিভিটি বাড়ছে। ক্যাম্পাসে আসতে এই প্রোগ্রামগুলো আমাদের উৎসাহ দেয়। আমি মনে করি, এ ধরনের প্রোগ্রাম সব সংগঠনেরই আয়োজন করা উচিত।”

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ‘ক্যারিয়ার ভাবনা’ অনুষ্ঠিত

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা, নিষিদ্ধদের সক্রিয়তায় চাকসুর বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে রাকসুর লাঠি হাতে অবস্থান

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা

জবিতে ১ হাজার নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিলো ছাত্রীসংস্থার

সর্বাধিক পঠিত

ববিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘এক শিক্ষার্থী এক কোরআন’ প্রকল্প বাস্তবায়ন

চাকসু নির্বাচনের ২১ দিনেও কার্যালয় বুঝে পাননি প্রতিনিধিরা

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

সেই অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

‘আগস্টেই বিতরণ হয়েছিল বক্স’— ছাত্রদলের অভিযোগের জবাবে চবি ছাত্রীসংস্থা

ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের শাস্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল