চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

Post Image

দীর্ঘ দুই বছর তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২০ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


কমিটি পর্যালোচনায় দেখা গেছে, কমিটি পর্যালোচনায় দেখা গেছে, সভাপতি ১ জন, সহ-সভাপতি পদ ৫৬টি থাকলেও সিনিয়র সহ-সভাপতির পদটি ফাঁকা রেখে ৫৫ জনকে সহ-সভাপতি পদে কমিটিতে রাখা হয়েছে। সাধারণ সম্পাদক পদে ১ জন আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৯৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।


খোঁজ নিয়ে দেখা গেছে, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয় ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ৬৪ জনের নাম তালিকায় রাখা হয়েছে। উল্লেখ্য, সাজ্জাদ হোসেন হৃদয় এবার চাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। প্রচার সম্পাদক বিভাগে ২ জন। দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক বিভাগে ২ জন। মানবাধিকার সম্পাদক বিভাগে ৪ জন।


আরো জানা যায়— সাহিত্য ও প্রকাশনা বিভাগে ৪ জন। তথ্য ও গবেষণা বিভাগে ২ জন। সমাজসেবা বিভাগে ২ জন। গণ-যোগাযোগ বিভাগে ৩ জন, অর্থ বিভাগে ৩ জন, প্রশিক্ষণ বিভাগে ৩ জন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ২ জন। সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাগে ২ জন। শিক্ষা ও পাঠচক্র বিভাগে ২ জন। পরিবেশ ও জলবায়ুতে ৩ জন। পাঠাগার বিভাগে ২, আইন বিভাগে ২, আন্তর্জাতিক বিষয়ক বিভাগে ৩ জন। বৃত্তি ও ছাত্রকল্যাণ বিভাগে ২ জন। আপ্যায়ন বিভাগে ২ জন। 


ক্রীড়া বিভাগে ৩ জন, যোগাযোগ বিভাগে ২ জন, ত্রাণ ও দুর্যোগ বিভাগে ৩ জন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিভাগে ৩, কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা বিভাগে ৩ জন, সাংস্কৃতিক সম্পাদকে ৩ জন, ধর্ম বিষয়ক বিভাগে ২, দক্ষতা উন্নয়ন বিভাগে ৩, মানসিক স্বাস্থ্য উন্নয়নে ৩, বিতর্ক বিভাগে ২, গণশিক্ষা বিভাগে ২, ছাত্রী বিষয়ক সম্পাদক বিভাগে ৩, নাট্য বিষয়ক বিভাগে ৩, কাফেটেরিয়া বিভাগে ৩ জন এবং সর্বশেষ সদস্য হিসেবে তালিকায় ৬২ জনকে স্থান দেওয়া হয়েছে।


এক নজরে নতুন কমিটিতে ১ জন সভাপতি ও সহ-সভাপতি হয়েছেন ৫৫ জন। সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯৩ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৪ জন। সাংগঠনিক সম্পাদক ১ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য রয়েছেন ৬২ জন।


এর আগে ২০২৩ সালের ১২ আগস্ট চবি ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটির সভাপতি হন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুন উর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয়।


উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক মাসের মধ্যে নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা হওয়ার কথা থাকলেও তা হতে সময় লেগেছে প্রায় ২৫ মাস। এছাড়া চাকসু নির্বাচনের আগে সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশীদ মামুনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চবির শাটলট্রেনে নারীদের জন্য সংরক্ষিত বগির দাবি

জবি হল ইস্যুতে ‘ভিত্তিহীন সংবাদের' নিন্দা ছাত্রীসংস্থার

মুন্সীগঞ্জ পলিটেকনিক ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান

ছাত্রদল নেত্রীকে নিয়ে কটূক্তি: অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ

চবিতে ইয়াবাসহ তিনজন আটক, ২ জন ক্যাম্পাস সংলগ্ন দোকানের কর্মচারী

সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা

কমনরুমের ব্যবস্থাসহ ১২ দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি

জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেয়ায় জবিতে মানববন্ধন

সর্বাধিক পঠিত

বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

ববিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘এক শিক্ষার্থী এক কোরআন’ প্রকল্প বাস্তবায়ন

আবারও লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

সেই অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

‘আগস্টেই বিতরণ হয়েছিল বক্স’— ছাত্রদলের অভিযোগের জবাবে চবি ছাত্রীসংস্থা

চাকসু নির্বাচনের ২১ দিনেও কার্যালয় বুঝে পাননি প্রতিনিধিরা

ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের শাস্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ