জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘বিএনপি ইসলামী দলগুলোর ডাকে সাড়া না দিলেও তারা ডাকলে আমরা আলোচনায় বসব। আলোচনায় সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলসমূহের যৌথ বৈঠক শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জনগণের মতো রাজনৈতিক দলগুলোরও প্রত্যাশা আছে।
আগামীকাল পল্টন মোড়ের সমাবেশ থেকে দেশ ও জাতি নির্দেশনা পাবে এবং সরকারও তার মেসেজ পাবে। আজাদ বলেন, ‘সমাবেশে লাখো মানুষের সমাগম হবে। রাজধানী ও আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষের ঢল নামবে। আশা করি, সারা দেশ থেকে লোক নামাতে হবে না, এই রাজধানীর আন্দোলনেই সরকার আমাদের মেসেজ পেয়ে যাবে।
তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের আদেশ বাস্তবায়নের আশায় আমরা স্বাক্ষর করেছিলাম। কিন্তু বিএনপি জুলাই সনদ ও ঐকমত্য কমিশনকে গুলিয়ে ফেলছে।’
আলোচনায় বসার আশ্বাস দিয়ে জামায়াত নেতা বলেন, ‘বিএনপি ইসলামী দলগুলোর ডাকে সাড়া না দিলেও তারা ডাকলে আমরা আলোচনায় বসব। তবে আলোচনায় সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে এবং আগামীকালের সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে।
সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ উল্লেখ করে আজাদ বলেন, ‘সংবিধানই যদি মানেন তাহলে ২০২৬ সালে নির্বাচন আয়োজন সম্ভব না, সে অনুযায়ী ৫ বছর অপেক্ষা করতে হবে। দেশপ্রেম থাকলে সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায়কে বড় করে দেখতে হবে।’







