গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

Post Image

আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গণতন্ত্র রক্ষা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে সাদিক কায়েম জানান, মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ছাত্র-জনতাকে নিয়ে সরাসরি জনসংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ক্যাম্পেইন, প্রদর্শনী বিতর্ক এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে সেমিনার। এ ছাড়া সুশীল সমাজ, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।

কর্মসূচিতে আরও থাকছে- ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা, গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, পথনাটক এবং সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সফর।

ভিপি সাদিক কয়েম বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত থেকে বঞ্চিত ছিল। গণভোট সেই কাঠামো ভেঙে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অপরিহার্য। এর মাধ্যমে গুম-খুন ও আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনের অবসান হবে এবং জুলাই সনদ কার্যকর হবে।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ জয়ী হলে রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য আসবে, চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত হবে, নারীর প্রতিনিধিত্ব বাড়বে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুরক্ষিত হবে এবং ইন্টারনেট মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাবে।

সংবাদ সম্মেলনে ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান বলেন, ‘জুলাইয়ের শহীদ ও আহতদের ত্যাগের লক্ষ্য ছিল একটি পরিবর্তিত বাংলাদেশ। সেই পরিবর্তন এখন নির্ভর করছে আগামী ১২ ফেব্রুয়ারির সংস্কারবিষয়ক গণভোটের ওপর। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই শহীদদের ত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।’

ডাকসুর পক্ষ থেকে সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সাধারণ জনতাকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

২০১৮ নির্বাচনে রাতে ৮০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরার মাস্টারমাইন্ড জাবেদ পাটোয়ারী

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ষষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

পে-স্কেল নিয়ে আজ আবার বৈঠকে বসবে পে-কমিশন

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট ঘোষণা ক্রিকেটারদের

গণভোটে ‘হ্যাঁ’ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

সর্বাধিক পঠিত

DDS-এর সহযোগিতায় প্রথমবারের মত পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করছে ডিবেট বাংলাদেশ

জামায়াতের প্রচারণায় হামলার পর লুট হওয়া ৯ মোটরসাইকেল বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার

পাহাড়ে অশান্তির নৈপথ্যে কারিগর মাইকেল চাকমা!

বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়

বিমান বাহিনীর ১১তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ

হাদি হত্যাকাণ্ড : ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের দায় স্বীকার

আত্নসমর্পণ করে জামিন পেলেন এনসিপির আখতার

ইসিতে আজ পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

তীব্র শীতের মধ্যেই দেশজুড়ে বৃষ্টির আভাস

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা