‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

Post Image

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি বলেছেন, বাংলাদেশ দলে বিশ্বকাপের ক্রিকেটারের অভাব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ইংলিশ এই তারকা  অলরাউন্ডার।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেছেন মঈন আলি। 

তিনি বলেন, আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।

তারকা এই অলরাউন্ডার বলেন, এখন আমার মনে হয়, ভালো খেলোয়াড় বেশি আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। এটাই এখন পর্যন্ত মূল সমস্যা। মানে, একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই।

কাটার মাস্টার মোস্তাফিজু রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে মঈন আলী বলেন, অবশ্যই ফিজ আছে। আমি জানি ফিজ বিশ্বমানের, কিন্তু সে তখনও খেলছিল। তবে দলে চরিত্রও দরকার। আর সৎভাবে বলতে গেলে, আমার মনে হয় তারা সেই জায়গাটায় একটু ঘাটতিতে আছে। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে। কিন্তু সব দিক থেকে নয়, বিশেষ করে মানসিক দিক থেকে। ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে খুব শক্ত ছিল।

সর্বশেষ খবর

আজ টিভিতে যে খেলা দেখবেন

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে বিসিবির শোকজ

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

নতুন করে আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানালো বিসিবি

১৬ বছরের ক্যারিয়ারে নাসিরের সেরা এক ইনিংস

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

সর্বাধিক পঠিত

টিভিতে যে খেলা দেখবেন আজ

আবারও সেই একই গল্পে জয় হাতছাড়া হামজা চৌধুরীদের

আইপিএল নিলামে কে কোন দল পেলেন

ভারতকে গুঁড়িয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

আইপিএল দলেগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

আইপিএলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ভয়েস২৪

সরকার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে : শিক্ষা উপদেষ্টা

৯ কোটি ২০ লাখে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

ইরানের পরমাণু ক্ষেত্র অক্ষত, মার্কিন গোয়েন্দা রিপোর্ট

শততম টেস্টে সেঞ্চুরিতে যে কিংবদন্তিদের পাশে মুশফিক