ফের উত্তাল ক্রিকেটাঙ্গন!

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

Post Image

নতুন আরেক ঘটনায় উত্তাল দেশের ক্রিকেট। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যকে ঘিরে সরগরম চারপাশ। নতুন বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তামিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কড়া ভাষায় মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্বকাপ ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তামিম ইকবাল। সেই বক্তব্যের একটি ফটোকার্ড নিজের ফেসবুক পাতায় শেয়ার করে নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ পোস্টটি দীর্ঘ সময় তার টাইমলাইনে থাকলেও ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে তা মুছে ফেলা হয়।

এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া এবং সেই প্রেক্ষাপটে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজের মতামত জানান তামিম। তিনি বলেন, ‘মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। কোনো সন্দেহ নেই।’

বোর্ডে থাকলে কী সিদ্ধান্ত নিতেন, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল। তবে এটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম।’

সরকারি হস্তক্ষেপের গুঞ্জন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন সাবেক এই অধিনায়ক, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ‘ইন্ডিপেন্ডেন্ট বডি’ মনে করি। অবশ্যই সরকার এটা অনেক বড় অংশ এবং সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বডি, তাদেরও নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে হবে এবং তারা যদি মনে করে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক, সেটা নিতে হবে। কারণ, লোকের মতামত অনেকরকম থাকবে। কিন্তু সবকিছু সেভাবে চিন্তা করলে এত বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।’

দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেন তামিম। তিনি বলেন, ‘দেখুন, আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে, এগুলো সবকিছু চিন্তা করে যে জিনিসটা দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো, ওই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।’

একই সঙ্গে তিনি আর্থিক বাস্তবতার কথাও উল্লেখ করেন, ‘সবার মতো আমার কাছেও বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সবকিছুর আগে। কিন্তু আপনার ভবিষ্যৎ, সবকিছু চিন্তা করে, আপনি যদি দেখেন, আমাদের ৯০-৯৫ শতাংশ অর্থ কিন্তু আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে।’

এই বক্তব্যগুলোর ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নাজমুল ইসলামের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন নাজমুল ইসলাম। সেই নির্বাচন ঘিরেও অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। ওই সময় ‘নির্বাচন ফিক্সিং’ এবং ‘নগ্ন সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম ইকবালসহ মোট ২১ জন প্রার্থী।

তামিমকে ঘিরে বিসিবির এক পরিচালকের এমন মন্তব্য এবং পরে তা মুছে ফেলা, সব মিলিয়ে বিশ্বকাপ ইস্যুর উত্তাপ এখন মাঠের বাইরেও বাংলাদেশ ক্রিকেটকে নাড়িয়ে দিচ্ছে নতুন করে!

সর্বশেষ খবর

আজ টিভিতে যে খেলা দেখবেন

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে বিসিবির শোকজ

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

নতুন করে আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানালো বিসিবি

১৬ বছরের ক্যারিয়ারে নাসিরের সেরা এক ইনিংস

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

সর্বাধিক পঠিত

টিভিতে যে খেলা দেখবেন আজ

আবারও সেই একই গল্পে জয় হাতছাড়া হামজা চৌধুরীদের

আইপিএল নিলামে কে কোন দল পেলেন

ভারতকে গুঁড়িয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

আইপিএল দলেগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

আইপিএলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ভয়েস২৪

সরকার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে : শিক্ষা উপদেষ্টা

৯ কোটি ২০ লাখে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

ইরানের পরমাণু ক্ষেত্র অক্ষত, মার্কিন গোয়েন্দা রিপোর্ট

শততম টেস্টে সেঞ্চুরিতে যে কিংবদন্তিদের পাশে মুশফিক