ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আইসিসির এমন আলটিমেটাম বিসিবির অস্বীকার

Post Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে টাইগাররা।


মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি বিসিবির নিরাপত্তা উদ্বেগকে গ্রহণ করেনি। আইসিসির মূল্যায়ন অনুযায়ী, ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কোনো দৃশ্যমান নিরাপত্তা ঝুঁকি নেই। ফলে ম্যাচ স্থানান্তরের দাবি আপাতত ধোপে টেকেনি।


তবে ইএসপিএনক্রিকইনফো বলছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত আলটিমেটাম পাওয়ার কথা অস্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, আগামী শনিবারের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের এই নজিরবিহীন টানাপোড়েনের মূলে রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনা। ভারত-বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিসিসিআই-এর নির্দেশে গত ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেয়।  এর প্রতিবাদে বিসিবি নিরাপত্তা সংকটের অজুহাতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা দেয়। প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচারও স্থগিত করে।


আইসিসি তাদের সিদ্ধান্তে অটল থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।  গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা, আর নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।


সর্বশেষ খবর

আজ টিভিতে যে খেলা দেখবেন

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে বিসিবির শোকজ

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

নতুন করে আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানালো বিসিবি

১৬ বছরের ক্যারিয়ারে নাসিরের সেরা এক ইনিংস

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

সর্বাধিক পঠিত

টিভিতে যে খেলা দেখবেন আজ

আবারও সেই একই গল্পে জয় হাতছাড়া হামজা চৌধুরীদের

আইপিএল নিলামে কে কোন দল পেলেন

ভারতকে গুঁড়িয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

আইপিএলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ভয়েস২৪

আইপিএল দলেগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

সরকার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে : শিক্ষা উপদেষ্টা

৯ কোটি ২০ লাখে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

ইরানের পরমাণু ক্ষেত্র অক্ষত, মার্কিন গোয়েন্দা রিপোর্ট

শততম টেস্টে সেঞ্চুরিতে যে কিংবদন্তিদের পাশে মুশফিক