ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশন'কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর ও সদর উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে পাবনা জেলা শহরে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের চাপা মসজিদ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ শেষে শহীদ চত্বরে এসে আনন্দ মিছিল সমাবেশে মিলিত হয়।
পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত পাবনা সদর-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপ ইকবাল হুসাইন।
প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনারকে অভিনন্দন জানাই, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে।নির্বাচন এটি জনগণের আশা আকাঙ্ক্ষা ও অধিকার প্রকাশের সর্বোচ্চ মাধ্যম। তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেই অধিকার প্রয়োগের পথ আরও সুদৃঢ় হলো।
আজকের এই আনন্দ মিছিল প্রমাণ করে এই অঞ্চলের মানুষ ন্যায়, ইনসাফ, শান্তি ও সুশাসনের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটাধিকার সুরক্ষা পেলে দেশ এগিয়ে যাবে, মানুষের দুঃখ–কষ্ট লাঘব হবে, এবং একটি ন্যায্য ও সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার জাকারিয়া হুসাইন পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইকরামুল হক, সদর সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, পেশাজীবি সংগঠনের সভাপতি উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।







