মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম,
মীরকাদিম পৌর জামায়াতে ইসলামের আমির জিলানী,
ডুয়েট থেকে আগত ইঞ্জিনিয়ার ইয়াসিন, যিনি ক্যারিয়ার গাইডলাইন নিয়ে চমৎকার ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পলিটেকনিক শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল করিম।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রযুক্তিগত শিক্ষাকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হওয়ার পাশাপাশি নৈতিক ও আদর্শিক বিকাশ ঘটাতে হবে। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি জ্ঞান ও আত্মউন্নয়নমূলক দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে নতুনদের বরণ, পরামর্শবক্তব্য, দিকনির্দেশনা ও আলোচনা পর্বসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা, উৎসাহ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।







