নোসক প্রতিনিধি: ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হতে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলনায়তনে নোসক শিবির সভাপতি নাজিম মাহমুদ শুভ'র সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল কাদের আল আমিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব। আরো বক্তব্য রাখেন ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
প্রধান মেহমান আবদুল্লাহ আল মাহবুব, দিনটিকে নিপীড়নবিরোধী দিবস ঘোষণা করে বলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ‘ছাত্রশিবির আখ্যায়িত’ করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা। শহীদ আবরার ফাহাদের অপরাধ ছিল- সত্যের পক্ষে ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্যাম্পাসে আধিপত্য কায়েমের লক্ষ্যে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ছয় হাজার শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় ছাত্রসমাজ এমন নির্যাতনের ভয়াবহ চিত্র ভবিষ্যতে আর কোনো দিন দেখতে চায় না।
আলোচনা সভা শেষে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।







