বিসিবি নির্বাচনে পরিচালক পদে যারা বিজয়ী হলেন!

Post Image

বিসিবির নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ এই চেয়ারে বসছেন তিনি। তবে অনাকাঙ্ক্ষিত যা হওয়ার, তা আগেই হয়েছে। আজ সবকিছু ছিলো প্রত্যাশিতই। তবে অস্বাভাবিক কোনো পরিবর্তন নেই সহ-সভাপতি পদেও। প্রত্যাশামতোই সহ-সভাপতি পদে আসছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ। নির্বাচিত হয়েছেন ইফতেখার রহমান মিঠুও।

তবে আলোচনার শেষ ছিল না এই নির্বাচন ঘিরে। তবে শেষ পর্যন্ত সব বাধা উপেক্ষা করে সোমবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। যেখানে ছিলেন না তামিম ইকবালসহ আগেই সরে যাওয়া ২১ জন পরিচালক প্রার্থী।

বাকিদের নিয়েই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে।

সবচেয়ে বেশি আলোচিত ‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার ছিলেন। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং ৯ সশরীরে এসে ভোট দিয়ে গেছেন। বাকি ৩৩ জন ভোট দেননি।

এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জনের ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।

রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন সশরীরে ভোট দিয়ে গেছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে।

অন্যদিকে জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ৭ ভোট পেয়েছেন দেবব্রত পাল।

বিভিন্ন ক্যাটাগরি থেকে পরিচালক হলেন যারা-

ক্যাটাগরি- ১

ঢাকা বিভাগ— আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম।

চট্টগ্রাম বিভাগ— আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর।

খুলনা বিভাগ— আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান।

রাজশাহী বিভাগ— মুখলেসুর রহমান খান।

রংপুর বিভাগ— হাসানুজ্জামান।

সিলেট বিভাগ— রাহাত সামস।

বরিশাল বিভাগ— শাখাওয়াত হোসেন।


ক্যাটাগরি- ২

ইশতিয়াক সাদেক— ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

আদনান রহমান দীপন— রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

ফায়াজুর রহমান—উত্তরা ক্রিকেট ক্লাব।

আবুল বাশার— প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব।

আমজাদ হোসেন— ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব।

শানিয়ান তানিম— ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব।

মোখছেদুল কামাল— গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব।

এম নাজমুল ইসলাম— ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি।

ফারুক আহমেদ— রেঞ্জার্স ক্রিকেট একাডেমি।

মনজুর আলম— রেগুলার স্পোর্টিং ক্লাব।

মেহরাব আলম চৌধুরী— যাত্রাবাড়ি ক্রীড়া চক্র।

ইফতেখার রহমান মিঠু— ভাইকিংস ক্রিকেট একাডেমি।

ক্যাটাগরি- ৩

খালেদ মাসুদ পাইলট

জাতীয় ক্রীড়া পরিষদ

এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

সর্বশেষ খবর

ভারতে না গেলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

আজ টিভিতে যে খেলা দেখবেন

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে বিসিবির শোকজ

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

নতুন করে আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানালো বিসিবি

১৬ বছরের ক্যারিয়ারে নাসিরের সেরা এক ইনিংস

সর্বাধিক পঠিত

আবারও সেই একই গল্পে জয় হাতছাড়া হামজা চৌধুরীদের

আইপিএল নিলামে কে কোন দল পেলেন

ভারতকে গুঁড়িয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

আইপিএলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ভয়েস২৪

আইপিএল দলেগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

সরকার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে : শিক্ষা উপদেষ্টা

৯ কোটি ২০ লাখে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

ইরানের পরমাণু ক্ষেত্র অক্ষত, মার্কিন গোয়েন্দা রিপোর্ট

শততম টেস্টে সেঞ্চুরিতে যে কিংবদন্তিদের পাশে মুশফিক

বিসিবি নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ইশরাক