মো: আব্দুল্লাহ আল নাঈম:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) শিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে ভোটের মাঠে লড়াই করছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। একই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামি ছাত্রীসংস্থার সংগঠন ও ছাত্রীকল্যাণ সম্পাদিকা। সম্প্রতি কিছুদিন আগে তাকে নিয়ে অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য ও শ্ল্যাটশেমিংয়ের (চরিত্রহনন) জেরে আলোচনায় আসেন তিনি। কি হয়েছিল সে সময়, কেন-ই বা এমন মন্তব্যের স্বীকার এই নারীপ্রার্থী। এসকল বিষয়সহ নারী শিক্ষার্থীদের জন্য আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ক্যাম্পাস গঠনের প্রত্যয়সহ নানা বিষয় নিয়ে আলাপ করেছেন ঢাকাভয়েস২৪.কমের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো: আব্দুল্লাহ আল নাঈম।
১. ঢাকাভয়েস২৪: ঢাকা ভয়েস টুয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন?
জান্নাতুল ফেরদাউস সানজিদা: আলহামদুলিল্লাহ, ভালো আছি।
২. ঢাকাভয়েস২৪: আপনি চাকসু নির্বাচনে একজন পদপ্রার্থী। সম্প্রতি আপনাকেসহ আপনার প্যানেলের কোনো কোনো সদস্যকে নিয়ে অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে কিছু দুর্বৃত্ত। নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করেছেন। অব্যাহতভাবে কেন এমন শ্ল্যাটশেমিং করা হচ্ছে?
জান্নাতুল ফেরদাউস সানজিদা: দুর্বৃত্ত যদি কারো ঘরে ডাকাতি করে তাহলে কি আপনারা গৃহস্থকে জিজ্ঞেস করেন যে, আপনার বাসায় কেন ডাকাতি হলো? যারা শ্ল্যাটশেমিং করে চলেছে তারা বিকৃত রুচির অধিকারী এবং নারীবান্ধব সুরক্ষিত ক্যাম্পাস বিনির্মাণে প্রতিবন্ধকতা তৈরি করতে চায় বলেই তারা এমন করে। আপনাদের উচিত এই ধরনের হীন আচরণকারীদেরকেই তাদের আচরণের জন্য প্রশ্নবিদ্ধ করা। আর এর পাশাপাশি চাকসু নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা।
৩. ঢাকাভয়েস২৪: এই অভিযোগ জানানোর পরে এখন পর্যন্ত কোনো সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করেছে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন?
জান্নাতুল ফেরদাউস সানজিদা: বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অভিযোগ নিয়েছে এবং পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে তবে এখনও অপরাধী শনাক্ত হয়নি, দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনও দেখতে পাইনি।
৪. ঢাকাভয়েস২৪: চাকসুতে ১৪টি প্যানেল হয়েছে। আপনার প্যানেল (সম্প্রীতির শিক্ষার্থী জোট) নিয়ে অন্য একটি প্যানেলের এক ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ইঙ্গিতের মাধ্যমে জোরালো দাবি তুলেছেন, আপনাদের সংগঠনের লোকেরাই এসব ফেইক আইডি খোলে শ্ল্যাটশেমিংয়ের প্রচারণা চালিয়ে ভোটের মাঠে ‘হাইপ’ তোলার চেষ্টা করছে। বিষয়টি আসলে কি? এটার যৌক্তিক ব্যাখ্যা শিক্ষার্থীরা জানতে চায়।
জান্নাতুল ফেরদাউস সানজিদা: দুঃখের সাথে আবারও আপনাকে বলতে চাই, যিনি অভিযোগ করেছেন তিনি যদি কনক্রিট এভিডেন্স (জমাটবদ্ধ প্রমাণ) না দিতে পারেন তবে অভিযোগকারীকেই প্রশ্ন করা উচিত কোন ভিত্তিতে তিনি এমন অভিযোগ এবং প্রচারণা করছে। মিডিয়ার সামনে আমি একাধিকবার বলেছি, চাকসু নির্বাচনে নারী প্রার্থীদের নানাভাবে বুলিং করা হচ্ছে এবং এই বুলিং ঠেকানোর জন্য আমরা প্রতিবাদ, প্রতিরোধ করে যাচ্ছি। ভোটের মাঠে হাইপ তৈরির অভিযোগ এনে আমাদের প্রতিবাদকে প্রশ্নবিদ্ধ করা এবং অপরাধকে লঘু করে অপরাধীর সহযোগী হওয়ার শামীল।
৫. ঢাকাভয়েস২৪: আপনি তো শিবির বা তাদের রাজনীতির সঙ্গে ছিলেন না। কিন্তু এবার সংগঠনটির প্যানেলে এসেছেন। এটার পেছনে কোনো কৌশল বা ভাবনা ছিল?
জান্নাতুল ফেরদাউস সানজিদা: বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরকেই আমি শিক্ষার্থীবান্ধব, ছাত্রকল্যাণকামী, ইনক্লুসিভ প্যানেল হিসেবে পেয়েছি, তাই এই প্যানেলে জোটবদ্ধ হয়েছি। এরচেয়ে অধিকতর যোগ্য কোনো প্যানেল থাকলে সেখানেই জোটবদ্ধ হতাম।
৬. ঢাকাভয়েস২৪: চাকসু নির্বাচনি প্রচারে কেমন সাড়া পাচ্ছেন?
জান্নাতুল ফেরদাউস সানজিদা: সবার কাছ থেকে আশানুরূপ ভালো রেসপন্স পাচ্ছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রয়োজনগুলো জানানোর মত ভরসা করতে পারছেন। আমরা সর্বস্তরের শিক্ষার্থীর কাছে যাচ্ছি, সমস্যাগুলো শুনছি এবং আমাদের পরিকল্পনা তাদের ব্যক্ত করছি।
৭. ঢাকাভয়েস২৪: চাকসু নির্বাচনে পাস করলে নারী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কোনো পদক্ষেপ নেয়ার চিন্তা আছে?
জান্নাতুল ফেরদাউস সানজিদা: ছাত্রী অধিকার নিয়ে আমাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। আমাদের ইশতাহারে বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। নারী শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও হেনস্তার বিরুদ্ধে কার্যকরী আইন প্রণয়ন ও বিল পাশ করাতে চাই। জরুরি অভিযোগ সেল গঠন, কার্যকরী বিধি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে হয়রানি, হেনস্তা ও স্লাটশেমিংকে কবরস্থানে পাঠাতে চাই।
৮. ঢাকাভয়েস২৪: আমরা দেখেছি, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে নারীদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য অনেক উদ্যোগ নেয়া হচ্ছে। ভোটের লড়াইয়ে জিতলে নারীদের স্বাস্থ্যের সুরক্ষায় কতটা উদ্যোগী হবেন?
জান্নাতুল ফেরদাউস সানজিদা: নারীদের স্বাস্থ্য সুরক্ষা বরাবরই আমাদের অন্যতম ইশতাহার। বিগত সময়ে আমরা ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছি। এছাড়া স্যানেটারি ন্যাপকিন সরবরাহের জন্য হলে হলে ভেন্ডিং মেশিন, হলের খাবারের মান বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাবার তালিকা প্রণয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সেলিং সেবা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব।
৯. ঢাকাভয়েস২৪: এবারের চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের আশঙ্কার জায়গা দেখছেন কি না?
জান্নাতুল ফেরদাউস সানজিদা: আমাদের নারী প্রার্থীদের, বিশেষ করে হল সংসদের সার্বিক নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। হল সংসদে ইসলামি ছাত্রী সংস্থার প্যানেল ঘোষণার পর থেকেই উপর্যুপরি ভিত্তিহীন অভিযোগ এবং আক্রমণের স্বীকার হচ্ছে আমাদের বোনেরা। আমাদের একাধিক প্রার্থীকে হুমকির সম্মুখীন করা হচ্ছে প্রতিপক্ষ থেকে।
বিজয় ২৪ হলে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীকে ভয়ভীতি দেখানো হয়েছে। শামসুন নাহার হলে আমাদের ভিপি পদপ্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করাসহ অন্য প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে। দুঃখজনক বিষয় হলো, নির্বাচন কমিশন বরাবর অন্য প্রার্থীর বিধি লঙ্ঘনসহ আমাদের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা অভিযোগ করতে গেলে তাদের পক্ষ থেকে যথাযথ রেসপন্স পাচ্ছি না। নারীদের স্লাটশেমিং নিয়েও কর্তৃপক্ষের যথাযথ রেসপন্স আমরা পাইনি। তাদের একপাক্ষিক অবস্থান আমাদের ব্যথিত করছে।
১০. ঢাকাভয়েস২৪: আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
জান্নাতুল ফেরদাউস সানজিদা: আপনাকেও ধন্যবাদ।







