মার্কিন অভিযানে আটকের পর ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের কারাগারে রাখা হয়েছে। তারা সেখানে ভালো আছেন বলে দাবি করেছেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। খবর গার্ডিয়ানের।
শনিবার (১০ জানুয়ারি) ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএসইউভি পার্টির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। মার্কিন বন্দি হয়ে থাকা মাদুরো সম্প্রতি জানান, তারা কারাগারে ভালো আছেন। তবে আদালতের বিচার শুরুর অপেক্ষায় আছেন।
পিএসইউভি’র পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওতে মাদুরোর ছেলে দাবি করেন, তার বাবা ভালো আছেন। তিনি নিকোলাস মাদুরোর উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘আমরা ভালো আছি। আমরা যোদ্ধা।’
তবে যুক্তরাষ্ট্র দাবি করছে ভেনেজুয়েলায় এখনও অস্থিরতা চলছে। তারা ভেনেজুয়েলায়া থাকা মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশটি ত্যাগ করতে এবং সেখানে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভেনেজুয়েলায় অস্ত্রধারী কোলেক্টিভো নামে প্রো-সরকার সমর্থক মিলিশিয়া সড়ক অবরোধ করে যানবাহন থামাচ্ছে এবং সন্দেহ করছে যে যাত্রীদের মধ্যে কেউ কেউ মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের সমর্থক কিনা।
মূলত ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর সেখানে রাজনৈতিক উদ্বেগ, সহিংসতা ও বিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, মাদুরোর অনুগামীরা এটিকে সম্রাজ্যবাদী আক্রমণ হিসেবে নিন্দা করছে।
তবে ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে মার্কিন সতর্কবার্তাকে অবাস্তব ও গঠিত গল্প বলেও খণ্ডন করেছে। তাদের দাবি, দেশ এখন ‘সম্পূর্ণ শান্ত, স্থিতিশীল ও নিরাপদ।’ ভেনেজুয়েলার মতে, সব যোগাযোগ ব্যবস্থা, সড়কগুলো ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে এবং তারা জনগণের শান্তি রক্ষা করছে।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সতর্কতা ছিল ‘ভিত্তিহীন ও বানানো তথ্যের ওপর নির্ভরশীল। ভেনেজুয়েলা সম্পূর্ণ শান্ত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল। সব জনবসতিপূর্ণ এলাকা, যোগাযোগপথ, চেকপয়েন্ট ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে এবং প্রজাতন্ত্রের সব অস্ত্র বলিভারিয়ান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে—যারা শক্তির বৈধ একচ্ছত্র কর্তৃত্ব ও ভেনেজুয়েলার জনগণের শান্তির একমাত্র নিশ্চয়তা।’
মাদুরোর আকস্মিক পতন হলেও ভেনেজুয়েলার শাসনব্যবস্থায় খুব বড় কোনো পরিবর্তন এখনো আসেনি। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির মাধ্যমে নয় বরং তাদের মাধ্যমেই পরিচালিত হবে।
মাদুরোর প্রভাবশালী সহযোগিরা এখনো নিজ নিজ পদে বহাল আছেন। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তারা রদ্রিগেজকে একজন বাস্তববাদী নেতা হিসেবে দেখছেন যার সঙ্গে কাজ করা সম্ভব।







