সাতক্ষীরার চার আসনে জামায়াতের মনোনয়ন দাখিল

Post Image

সাতক্ষীরার চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের কাছে সাতক্ষীরা-৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

একই সময়ে সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন জমা দেন মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা আমির, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, এড. আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, কালিগঞ্জ আমীর মোহাস্মদ আলী, আশাশুনি আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াতের নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। বাছাই ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

১১ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

রাবির তিন শিক্ষক বরখাস্ত, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ তিন জন বহিষ্কার‎‎

খাগড়াছড়িতে ছাত্রশিবির নেতা-কর্মীদের বিএনপিতে যোগদানের মিথ্যা তথ্যের প্রতিবাদ

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

রামগতিতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ কোস্ট গার্ডের হাতে ৩ জন আটক

জকসু নির্বাচন: কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ

নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা কোনো দয়া নয়, এটা অধিকার

শাহবাগ ব্লকেড করেছে এমপিওভুক্ত শিক্ষকরা , যান চলাচল বন্ধ

নির্বাচনের আগে গণভোট করার যৌক্তিকতা নেই, প্রয়োজনও নেই: সালাহউদ্দিন

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর