বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সীগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড মামলায় শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র মতে, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দিনমজুরসহ ৩ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার প্রধান আসামি ছিলেন সাজ্জাদ হোসেন সাগর।
সরকার পতনের মাত্র এক দিন আগে সংঘটিত ওই হত্যাকাণ্ডের পর থেকেই সাগর আত্মগোপনে চলে যায়। দীর্ঘ দুই মাস ধরে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য না থাকলেও সম্প্রতি প্রবাসে পালানোর গুঞ্জন ওঠে। অবশেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তৎপরতায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “গ্রেফতার সাজ্জাদ হোসেন সাগরের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনার তদন্তে পুলিশ দেশব্যাপী অভিযান চালাচ্ছে।