কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ছমি উদ্দিন জানান, বাসের চালকের সাথে কথা বলে জেনেছি, হেলপার ভেতরে বসে সাউন্ডবক্সে গান শুনছিল। এমন সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
ওসি আরও বলেন, হয়তো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। তবে কেউ হতাহত হয়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, পরে জানা যাবে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।







