ঢাকা জেলা দক্ষিণ কিশোর কন্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Post Image

 শিক্ষার্থীর সুপ্ত মেধা যাচাইয়ের লক্ষ্যে সারাদেশের পাশাপাশি কিশোর কন্ঠ পাঠক ফোরাম ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 


১৪ নভেম্বর (শুক্রবার) এক যোগে ঢাকা জেলার দক্ষিণ অঞ্চলের ৪ টি ভিন্ন কেন্দ্রে সকাল ১০ টা থেকে এই মেধাবৃত্তি পরীক্ষা আরম্ভ হয়। এসময় ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৫ হাজার শিক্ষার্থী তাদের মেধা যাচাইয়ের লক্ষ্যে এতে অংশ গ্রহন করেন।


জেলার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানাধীন নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল ৮ টা থেকে একদল উৎসুক শিক্ষার্থী অভিভাবক কেন্দ্রে অবস্থান  উপস্থিত হয়েছেন। এবিষয়ে হাজী আয়শা ইনস্টিটিউটের ১০ শ্রেণির ছাত্র মোঃ মহিনকে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রায় ১ মাস আগে তারা এই বৃত্তি পরীক্ষার বিষয়ে ফোরামের সদস্যদের থেকে জানতে পারেন। পরবর্তীতে তিনিসহ তার বিদ্যালয়ের অন্তত ৭০ জন শিক্ষার্থী ফরম ক্রয় করেন। 

এরপর থেকেই বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণিতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতা মূলক মনোভাব সৃষ্টি হয়। আর আজ তিনি সকালের সূর্য উদয়ের পরই কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন যাতে তার নির্ধারিত আসনটির অবস্থান নিশ্চিত করে পরীক্ষা পূর্বে আরেকটু বাড়তি সময় পাঠ্য বইয়ে চোখ বুলানো যায়।


দেখাযায়, নান্দনিক প্রবেশ গেইটসহ আগত শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নয়াবাজার বিদ্যালয় কেন্দ্রটিতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়। যেখানে তথ্যের পাশাপাশি আগত শিক্ষার্থীদের সাথে আনা মোবাইল, ইলেকট্রিক ডিভাইস ও ব্যাগ জমা রাখার ব্যবস্থা করা হয়। এছাড়াও বাড়তি জ্ঞানের জন্য সল্পমূল্যের ইসলামী বই, গনিত সূত্র ও শিক্ষাসামগ্রী নিয়ে বুকস্টল করা হয়ে হয়। এছাড়ায় বিনোদনের জন্য মাঠের কোনে একটি কিশোর কন্ঠ ফটোজোন করা হয়। আগত শিক্ষার্থীদের যা নিয়ে ছিলো বাড়তি আগ্রহ।


এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি আগত অভিভাবকদের স্বাস্থ্য সেবায় আরেক কোনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প বুথ করা হয়। সেখানে সকলে বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাডপ্রেশারসহ চিকিৎসা সেবা নিতে দেখা যায়।


এসময় বৃত্তি পরীক্ষার সমাপ্তি ঘটারপর একে একে বেড়িয়ে আসে শিক্ষার্থীরা। পাঠ্যক্রমের পাশাপাশি সাধারণ জ্ঞানের মিশ্রণে তৈরি ভিন্ন প্রশ্নে প্রথমবারের মতো পরীক্ষায় অংশ নিতে পেরে সকলেকেই বেশ আনন্দিত দেখা যায়।


গ্লোরিয়াস ইন্টারন্যাশনার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী শ্রী মনির সাথে পরীক্ষার শেষে জানান, এমন প্রশ্ন আমাদের জন্য একেবারেই নতুন। যারা মনোযোগী দিয়ে পাঠ্য বই পড়ে তারাই সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে। এই প্রশ্নের মাধ্যমে আসলেই প্রকৃত মেধাবী শিক্ষার্থীরাই বৃত্তি পাবে বলে তিনি আশা করেন।


এদিকে অভিাবকদের সাথে কথা বললে তারা জানান, কিশোর কন্ঠ পাঠক ফোরাম নামক এই প্রথম কোন মেধাবৃত্তি পরীক্ষা হচ্ছে শুনে শুরুতে কিছুটা সন্দেহ হলেও কেন্দ্রের পরিবেশ ও শৃঙ্খলা তাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। কোন প্রকার দূর্ভোগের শিকার না হয়েই শিক্ষার্থীরা পরীক্ষা কক্ষে যেতে পেরেছে ও নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ করে বেড়িয়ে এসেছে। এখন শুধু ফলাফল প্রকাশের অপেক্ষা মাত্র। এতে ভবিষ্যতে কিশোর কন্ঠের এমন আরো মেধাবৃত্তি পরীক্ষার দাবী জানান তারা।


তথ্যমতে, ঢাকা জেলা দক্ষিণ শাখা কিশোর কন্ঠ পাঠক ফোরামের কেরানীগঞ্জ উপজেলার দুটি কেন্দ্রের মধ্যে  মডেল থানাধীন নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে বিভিন্ন বিদ্যালয় থেকে ৭ শতেরও বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। আর দক্ষিণ থানাধীন হাসনাবাদ কামুচাঁদ শাহ হাই স্কুল এন্ড কলেক কেন্দ্রে প্রায় আট শতাধিক রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থী অংশ নেন। অপরদিকে নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রায় ১হাজার ৪ শত শিক্ষার্থী এবং দোহার মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ শাখা কিশোর কন্ঠ পাঠক ফোরামের সেক্রেটারি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্য্য নয়াবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে জানান, শিক্ষার্থীদের সুপ্ত জ্ঞান ও মেধা বিকাশের লক্ষ্যে এই সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বিগত সময় এই দেশকে মেধা শূণ্য করার লক্ষ্যে ক্ষমতালোভী সরকাররা মেধাবীদের মূল্যায়ন না করে মেধা ধ্বংসের সকল আয়োজন করেছেন। কিন্তু কিশোর কন্ঠ পাঠক ফোরাম দেশকে মেধাবীদের হাতে তুলে দেয়ার লক্ষ্যে  দেশব্যাপী মেধাযাচাই পরীক্ষা আয়োজন করে চলছে। ঢাকা জেলা দক্ষিণও এই ছায়ার আলোকে এগিয়ে যাচ্ছে।


শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জেলা দক্ষিণ শাখা কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্য্য ও সাহিত্য সম্পাদক সাব্বির আহমেদ এর পাশাপাশি কেন্দ্র পরিদর্শন করেন ফোরামের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ডাঃ তৌহিদ হাসান, স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ গনমাধ্যমকর্মীগণ।


জানাযায়, আগামী ডিসেম্বরের ১ম অথবা ২য় সপ্তাহে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর কাঙ্ক্ষিত ফলাফল বিদ্যালয়ে প্রেরণ করবেন বলে আয়োজক বৃন্দ নিশ্চিত করেন।

সর্বশেষ খবর

ঢাকা জেলা দক্ষিণ কিশোর কন্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজ থেকে কর্মবিরতি প্রাথমিক শিক্ষকদের

কলেজটির ৭০ শিক্ষকের মধ্যে ৫৫ জনের সনদই জাল, তালিকায় অধ্যক্ষও

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

দ্যা স্কলারস ফোরাম ঢাকার" বৃত্তি পরিক্ষা'২৫ অনুষ্ঠিত

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সর্বাধিক পঠিত

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

দ্যা স্কলারস ফোরাম ঢাকার" বৃত্তি পরিক্ষা'২৫ অনুষ্ঠিত

ঢাকা জেলা দক্ষিণ কিশোর কন্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

সিরিয়ায় আসাদপন্থী আলাউইদের হত্যা-অপহরণ বন্ধের আহ্বান জাতিসংঘের

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ফিলিস্তিন সরকারকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান সৌদি আরবের

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

তিন রোগের মরণকামড়