ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারল বাংলাদেশ

Post Image


ইনিংসের শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করলেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তাতে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে দুজন আউট হতেই হার নিশ্চিত বাংলাদেশের।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত প্রথম টি২০ ম্যাচে বেশিরভাগ সময় ম্যাচে ছিলো না বাংলাদেশ।


১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ৯ ওভারের মধ্যেই ৬৩ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। ওপেনার তানজিদ তামিমের পাঁচ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস—যেখানে দুটি চার ও একটি ছক্কা ছিল—ছিল উপরের সারির একমাত্র উজ্জ্বল দিক। কিন্তু লিটন দাস (৮ বলে ৫), সাইফ হাসান (৭ বলে ৮), শামীম হোসেন (৫ বলে ১) ও নুরুল হাসান সোহান (১০ বলে ৫) দ্রুত আউট হয়ে যান। তৌহিদ হৃদয় ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলে দলকে সামাল দেওয়ার চেষ্টা করলেও, ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাংলাদেশ।


তবে নিচের সারির ব্যাটাররাই ম্যাচে কিছুটা প্রাণ ফেরান। তানজিম হাসান সাকিব ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেন—যা ছিল বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। নাসুম আহমেদ খেলেন লড়াকু ১৩ বলে ২০ রান, তাতেও ছিল তিনটি চার ও একটি ছক্কা। তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (১১) ছোট ছোট ইনিংস খেলেন, তবে শেষ ওভারে তাসকিনের হিট-উইকেট আউটের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। তাসকিনের শটটি যদিও ছক্কার জন্য অনেক দূর গিয়েছিল, কিন্তু তিনি ব্যাট করতে করতে পেছনে গিয়ে নিজের বুট দিয়ে স্টাম্পে আঘাত করেন, আর বেল পড়ে যাওয়ায় শেষ হয় ইনিংস।


পুরো ম্যাচে তফাৎটা ছিল স্পষ্ট—নিচের পাঁচ ব্যাটার মিলে ৮০ রান করেন, যেখানে ছিল আটটি চার ও তিনটি ছক্কা; বিপরীতে, উপরের ছয় ব্যাটার মিলে করেন মাত্র ৬২ রান, চারটি চার ও দুটি ছক্কা মেরে। মানে, নিচের সারিই আসলে দেখায় লড়াই।

সর্বশেষ খবর

জাহানারার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি সভাপতি

আজ টিভিতে যে খেলা দেখবেন

টিভিতে যে খেলা দেখবেন আজ

মেসির ‘আমি চাই’নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব

আকবর-মোসাদ্দেক ঘূর্ণিতে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ক্রিকেটার জাহানারা চাইলে আইনগত ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

আজ টিভিতে যে খেলা দেখবেন

আজ টিভিতে যে খেলা দেখবেন

সর্বাধিক পঠিত

তৃতীয় টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

বাবরের বিশ্ব রেকর্ড, ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে উড়াল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন

বিশ্বের সেরা সাত স্টেডিয়ামের তালিকায় যায়গা করে নিল সিলেট স্টেডিয়াম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিসিবি নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ইশরাক

১৭৯ রানের বিশাল জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকিতেও ‘নাম্বার ওয়ান’সাকিব

ক্রিকেটার জাহানারা চাইলে আইনগত ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা