স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ৫ যুবকের পালাক্রমে ধর্ষণ, আটক ৫

Post Image


কুমিল্লার চৌদ্দগ্রামে এক নারীর ওপর সংঘটিত অমানবিক নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বামীর সহযোগিতায় ওই নারীকে অন্য পাঁচ যুবক তিনদিন ধরে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


ঘটনার পর নির্যাতিতা নারী নিজেই বাদী হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকেই আটক করেছে।


আটকরা হলেন—ধর্ষিতার স্বামী নোয়াখালীর সুধারাম থানার রাম হরিতালুক গ্রামের রাজু আহমেদ (২৬), মৃত সিরাজ মাঝির ছেলে বেলাল হোসেন (৩৫), আবুল কাশেমের ছেলে হৃদয় (২৫), চাঁন মিয়া মাঝির ছেলে মহিন উদ্দিন (২৬) এবং মুন্সীতালুক গ্রামের আবুল কালাম (৪৫)।


ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিকদের আবাসিক কক্ষে।


চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, “ভুক্তভোগীর অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”


মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালে রাজু আহমেদের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। কিন্তু রাজুর মাদকাসক্ত স্বভাবের কারণে সংসারে কলহ শুরু হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়ি নোয়াখালীর সুধারাম থানার মাব্দারতলী গ্রামে ফিরে যান।


চলতি মাসের শুরুর দিকে উভয় পরিবারের সমঝোতায় রাজু তাকে পুনরায় বাড়িতে নিয়ে আসে। পরে ১৫ অক্টোবর কুমিল্লা শহরে থাকার কথা বলে রাজু স্ত্রীকে নিয়ে যায় চৌদ্দগ্রামের মিরশ্বানীর ইসলামিয়া ব্রিক ফিল্ডে। সেখানে বেলাল হোসেন তাদের একটি ঘরে থাকার ব্যবস্থা করে দেন।


পরদিন রাত ১০টার দিকে বেলাল ও আবুল কালাম রুমে প্রবেশ করে রাজুর সঙ্গে পরামর্শ করে পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে ১৮ ও ২০ অক্টোবর রাতেও হৃদয়সহ অন্যরা একইভাবে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


চক্ষুলজ্জা ও ভয়ভীতির কারণে ভুক্তভোগী প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে সাহস করে থানায় অভিযোগ দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ৫ যুবকের পালাক্রমে ধর্ষণ, আটক ৫

ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা, থাকবেন ভারতেই

প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

সিভিল সার্জন পরিক্ষার্থীরা গভীর রাতে চিকিৎসকের বাসায়, প্রশ্নফাঁসের অভিযোগ

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

গুলিত আহত এরশাদ উল্লাহ সুস্থতা কামনায় মসজিদে ছাত্রদলের দোয়া মাহফিল।

চট্টগ্রামে বিএনপির প্রচারণায় গুলি, নিহত ১

নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা কোনো দয়া নয়, এটা অধিকার

শাহবাগ ব্লকেড করেছে এমপিওভুক্ত শিক্ষকরা , যান চলাচল বন্ধ

এবার চবির নারী হলের সামনে ইয়াবাসহ বহিরাগত আটক