জায়েদ ইবনে খাত্তাব (রা.)-এর বীরত্ব

Post Image

নবীজি (সা.)-এর প্রতিটি সাহাবিই তাঁকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। ফলে তাঁরা নিজেদের ইসলামের তরে উৎসর্গ করে দিয়েছিলেন। অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের সঙ্গে আজীবন ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়ে গেছেন। তেমনই একজন বীর সাহাবি জায়েদ ইবনে খাত্তাব (রা.)।

তাঁর নাম জায়েদ। উপনাম আবু আবদুর রহমান। পিতা খাত্তাব। তাঁর আরেকটি বড় পরিচয় হলো, তিনি ইসলামের আরেক বীর সৈনিক উমর (রা.)-এর বৈমাত্রেয় ভাই।

বয়সে তিনি ছিলেন উমর (রা.)-এর বড়। বংশপরম্পরা উমর (রা.)-এর জীবনীতে উল্লেখ করা হয়েছে। তাঁর মা আসমা বিনতে ওহাব ইবনে হাবিব (বনু আসাদ ইবনে খুজাইমা গোত্রের মেয়ে)। আর উমর (রা.)-এর মা হানতামা বিনতে হিশাম ইবনে মুগিরা (বনু মাখজুম গোত্রের মেয়ে)।

ইসলাম গ্রহণ করেন উমর (রা.)-এর আগে। প্রথম পর্বের হিজরতকারীদের সঙ্গে মদিনায় হিজরত করেন। হিজরতের পর রাসুল (সা.) মা’ন ইবনে আদি আল-আজলানি আল-আনসারি (রা.)-এর সঙ্গে তাঁর ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দেন।

বদর, উহুদ, খন্দকসহ সব যুদ্ধে অংশগ্রহণ করেন। বাইআতে রিজওয়ান ও বিদায় হজেও রাসুল (সা.)-এর সঙ্গে ছিলেন।

তিনি ছিলেন অত্যন্ত বীর ও সাহসী যোদ্ধা। ইসলামের জন্য শাহাদাতের পূর্ণ তামান্না নিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতেন। উহুদ যুদ্ধে তাঁর বর্মটি খুলে পড়ে গেলে তাঁর ভাই উমর (রা.) নিজের বর্মটি পরে নিতে বলেন। প্রতিউত্তরে তিনি ললেন, ‘আমার বর্মের প্রয়োজন নেই; তুমি যেমন শাহাদাতের আগ্রহী, আমিও আগ্রহী।’

প্রথম খলিফা আবু বকর (রা.)-এর যুগে ১২ হিজরি সনে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়। সে যুদ্ধে মুসলমানদের পতাকাটি ছিল তাঁর হাতে। তরবারির আঘাতে বীরত্বের সঙ্গে শত্রু নিধন করতে করতে শাহাদাতের অমিয় সুধা পান করেন। ভাই উমর (রা.) তাঁর শাহাদাতে ভীষণ মর্মাহত হন। তিনি আবদুর রহমান নামে এক ছেলে ও আসমা নামে এক মেয়ে রেখে যান। (তথ্যঋণ : আল-ইস্তিআব ২/৫৫০-৫৫৩; উসদুল গাবা ২/১৩৪; সিয়ার আলামিন নুবালা : ৩/১৮৪)

বিডি প্রতিদিন/মুসা

এই বিভাগের আরও খবর

ইসলামী জীবন

সর্বশেষ খবর

মিজানুর রহমান আজহারীর মাহফিল স্থগিত

সাংবাদিকতায় আলো ছড়াচ্ছেন কওমি মাদরাসা পড়ুয়ারা

ব্যাংকে চাকরির টাকায় জীবিকা নির্বাহ কি হালাল?

মুন্সীগঞ্জে নির্মান হয়েছে দেশের প্রথম ‘ইসলামিক থিম পার্ক”

অল্প হলেও নিয়মিত আমলই আল্লাহর প্রিয়

ফজরের নামাজের পূর্বের যে আমল করলে বৃষ্টির মত বর্ষিত হবে রিযিক

সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আল্লাই একমাত্র স্রষ্টা, তাঁর কোনো শরীক নেই

সর্বাধিক পঠিত

ফজরের নামাজের পূর্বের যে আমল করলে বৃষ্টির মত বর্ষিত হবে রিযিক

ব্যাংকে চাকরির টাকায় জীবিকা নির্বাহ কি হালাল?

সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে নির্মান হয়েছে দেশের প্রথম ‘ইসলামিক থিম পার্ক”

নববর্ষে সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় গ্রহণ করুন

অল্প হলেও নিয়মিত আমলই আল্লাহর প্রিয়

আল্লাই একমাত্র স্রষ্টা, তাঁর কোনো শরীক নেই

জায়েদ ইবনে খাত্তাব (রা.)-এর বীরত্ব

জিরো সয়েল বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ জরুরি: পরিবেশ উপদেষ্টা

যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের সিদ্ধান্তের নেপথ্যে যা ঘটেছিল