বগুড়ার ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন

Post Image

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন।


বুধবার দুপুরে হঠাৎ করেই শহড়াবাড়ি এলাকায় নদীর তীর ভেঙে মুহূর্তের মধ্যেই নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখন ভাঙনের মুখে জনবসতিও, ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার।


সরেজমিনে দেখা যায়, যমুনা নদীর উত্তাল স্রোত ও ঘূর্ণির আঘাতে শহড়াবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের মুখে পড়েছে বসতভিটা, দোকানপাট ও ফসলি জমি। নদীর ঢেউয়ের প্রচণ্ড শব্দ এখন যেন স্থানীয়দের কাছে আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে।


স্থানীয় কৃষক হোসেন আলী বলেন, সকালেই দেখেছি দোকানগুলোর নিচের মাটি সরে যাচ্ছে। বিকেল নাগাদ সব নদীতে মিশে গেল। এখন ঘর-বাড়িও ভাঙনের মুখে।


স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর প্রবাহ বদলে গিয়ে এ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা জানান, বছরের পর বছর ধরেই প্রভাবশালী একটি চক্র নদী থেকে বালু তুলছে, কিন্তু প্রশাসন তাতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এখন সেই বালু উত্তোলনের খেসারত দিচ্ছে পুরো এলাকা।


২০০১ সালে শহড়াবাড়ি ও বানিয়াজান এলাকায় যমুনার ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড দুটি স্পার নির্মাণ করেছিলো। এরপর দীর্ঘদিন এলাকাটি ভাঙনমুক্ত থাকলেও সাম্প্রতিক পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে সেই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে।


বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। বালি ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে, আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা শেষে নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

তিন বাহিনীর প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ আজ

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে

সেনানিবাসে সুদানে নিহত ৬ সেনার জানাজা আজ

সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

রিমান্ড শেষে কারাগারে আনিস আলমগীর

ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে: ঢাবি উপাচার্য

সর্বাধিক পঠিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে নিরাপত্তা জোরদার

আবারও ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে, নিরাপত্তা জোরদার

হাসিনার বোঝা নিয়ে উভয় সংকটে ভারত

মাহফুজ ও আসিফের মন্ত্রণালয়ের উপদেষ্টা কারা হচ্ছেন

ব্যানার, ফেস্টুন, পোস্টার ও নির্বাচনী প্রচারপত্র অপসারণের আহ্বান ডিএসসিসির

শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

গুপ্তচরবৃত্তির দায়ে আরও তিনজনকে ফাঁসি দিল ইরান