ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বিভিন্ন স্থানে যুবলীগের পানি ও ছাতা বিতরণ ফরিদপুরে ২ ভাইকে হত্যা: তপন ও অজিত বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা হামাসকে নির্মূল করা অসম্ভব: ডয়চে ভেলে সর্বোচ্চ বিদ্যুৎ যাচ্ছে ঢাকায়, অন্য এলাকায় ভয়াবহ লোডশেডিং তীব্র গরম থেকে মুক্তির আশায় দিনাজপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত তীব্র গরমে ১০ দিনে পোল্ট্রি খাতে ২০০ কোটি টাকার ক্ষতি দাগনভূঞায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়, মোনাজাতে কান্নায় ভেঙ্গে পড়েন মুসল্লীরা খুলনা ও রাজশাহীতে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৫ ডিগ্রিতে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ ব্রাজিল থেকে বাংলাদেশে জীবন্ত গরু আনা সম্ভব: ব্রাজিলের রাষ্ট্রদূত

জম্মু-শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্যাক্সি, নিহত ১০

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৪:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • 31

জম্মু-শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্যাক্সি, নিহত ১০

ভারতের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

যাত্রিবাহী ট্যাক্সিটি শ্রীনগরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ট্যাক্সিটি আচমকা রাস্তার ধারে খাদের দিকে এগিয়ে যায়। জাতীয় সড়কের পাশেই রয়েছে গভীর খাদ। গড়িয়ে সেই খাদে গিয়ে পড়ে ট্যাক্সিটি। দুর্ঘটনার পর উদ্ধারকাজে হাত লাগায় জম্মু ও কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) ও কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় পুলিশ।

খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দলকেও। তাদের সঙ্গে উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও হাত লাগায়। সংবাদ সংস্থা এএনআই ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

তবে রাস্তাঘাট বৃষ্টির কারণে ভেজা থাকায় সাবধানে পা ফেলতে হচ্ছে উদ্ধারকারীদের। খাদে নেমে ট্যাক্সির ধ্বংসাবশেষ সরিয়ে যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। সেই কারণেই রাস্তাঘাট ভেজা। রাস্তা পিচ্ছিল হওয়ার কারণেই ট্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বিভিন্ন স্থানে যুবলীগের পানি ও ছাতা বিতরণ

জম্মু-শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্যাক্সি, নিহত ১০

আপডেট সময় ০৪:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভারতের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

যাত্রিবাহী ট্যাক্সিটি শ্রীনগরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ট্যাক্সিটি আচমকা রাস্তার ধারে খাদের দিকে এগিয়ে যায়। জাতীয় সড়কের পাশেই রয়েছে গভীর খাদ। গড়িয়ে সেই খাদে গিয়ে পড়ে ট্যাক্সিটি। দুর্ঘটনার পর উদ্ধারকাজে হাত লাগায় জম্মু ও কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) ও কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় পুলিশ।

খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দলকেও। তাদের সঙ্গে উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও হাত লাগায়। সংবাদ সংস্থা এএনআই ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

তবে রাস্তাঘাট বৃষ্টির কারণে ভেজা থাকায় সাবধানে পা ফেলতে হচ্ছে উদ্ধারকারীদের। খাদে নেমে ট্যাক্সির ধ্বংসাবশেষ সরিয়ে যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। সেই কারণেই রাস্তাঘাট ভেজা। রাস্তা পিচ্ছিল হওয়ার কারণেই ট্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।