বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ নিন। যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন তারা এদেশের মাটিতে গণধিকৃত হবেন।
তিনি গতকাল বিকেলে স্থানীয় আলিপুর হাই স্কুল মাঠে হাটহাজারী পৌর বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
সমাবেশে ব্যারিস্টার হেলাল বলেন, দেশে নির্বাচনের সম্পূর্ণ পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সত্যিকারের দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপিকে এদেশের মাটি ও মানুষের সংগঠন হিসেবে উল্লেখ করে মীর হেলাল বলেন, বাংলাদেশের প্রতিটি ঘর বিএনপির এক একটি দুর্গ। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ভয় পেতো এখন দেশের নির্বাচন বিরোধীরা বিএনপিকে নির্বাচনের মাঠে মোকাবেলা করতে সাহস না পেয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। মধ্য ফেব্রুয়ারির পরে একদিনও নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নিবে না উল্লেখ করে মীর হেলাল বলেন, তালবাহানা না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। প্রয়োজনীয় সংস্কার জনগণের সরকারই করবে।
তিনি বলেন, এখন পর্যন্ত দেশের যে মৌলিক সংস্কারগুলি হয়েছে তার প্রায় সবগুলোই শহীদ জিয়া করেছিলেন। তাই জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার।
মীর হেলাল বলেন, দেড় যুগ ধরে একটি ভোটবিহীন অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি। গুম, খুন, অত্যাচার নির্যাতন সহ্য করে এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে বিএনপিই মাঠে ঠিকে আছে। যদি আবার কোন নতুন ষড়যন্ত্র দেখতে পায় তাহলে জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথেই অবস্থান নিবে বিএনপি। বিএনপিই জনগণের আশা ভরসার কেন্দ্রস্থল বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।





