চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Post Image

চট্টগ্রাম শাহ আমানত সেতু মোড় থেকে নিউ মার্কেট এলাকায় চলাচল করা টেম্পো থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টেম্পো শ্রমিকরা। 

সোমবার শাহ আমানত সেতুর গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে চালকরা এ বিক্ষোভ করেন। এসময় শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায় বন্ধ ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশই টেম্পোচালক।

চালকরা জানান, শাহ আমানত সেতু মোড় থেকে আলকরণ পর্যন্ত রুটটি ১৭ নম্বর রুট হিসেবে পরিচিত। এই রুটে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চাঁদা আদায় করা হচ্ছে। একসময় এ রুটে জানে আলম নামে একজন তথাকথিত শ্রমিক নেতা টাকা তুলতো। বর্তমানে মো. মনির নামের এক ব্যক্তি চাঁদা আদায় করছেন। তিনি নিজেকে শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে পরিচয় দেন। এ রুটে প্রায় ২শ’টি টেম্পো (মাহিন্দ্রা) চলাচল করে। এসব টেম্পো চালাতে হলে চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন থেকে অনুমতি নিতে হয় মালিকদের। চালকদের ভাষ্য, প্রতিদিন এ রুটে প্রায় ২৪ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। মাসে যা দাঁড়ায় প্রায় ৮ লাখ ৬৪ হাজার টাকা এবং বছরে কোটি টাকার বেশি। ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও কিছু প্রভাবশালীর আশ্রয়ে এই চাঁদাবাজির চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।

বিক্ষোভে অংশ নেওয়া চালক মোহাম্মদ আলী বলেন, মো. মনির চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছেন। চাঁদা না দিলে নানাভাবে হয়রানি করা হয়। চালকেরা এসব সহ্য করতে না পেরে রাস্তায় নেমেছেন।

সর্বশেষ খবর

চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন, তারা গণধিকৃত হবেন : ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে ৩৫ মিটারগেজ কোচ

পানিতে ডুবে কিশোরের মৃত্যু

চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ