ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারী) ভোরে ভারতের সীমান্ত গ্রাম আমলাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাফিউল ইসলাম ওরফে টুকলু (৩৩) দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের আফজাল হোসেনের ছেলে। দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাংলাদেশির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তের বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ ভোরে আঙ্গরপোতা গ্রামের সীমান্ত দিয়ে চোরাকারবারিদের একটি দল ভারতের বিভিন্ন মালামাল আনতে আমলাবাড়ি গ্রামে যায়।

চিনি ও গরু নিয়ে ফেরত আসার সময় বিএসএফের একটি টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রাফিউল ঘটনাস্থলেই গুলিতে নিহত হন। বিএসএফের সদস্য তার লাশ নিজেদের ক্যাম্পে নিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশটি ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান জানান, সীমান্তের এক থেকে দেড় শ গজ ভেতরে ভারতে বাংলাদেশি ওই যুবক নিহত হন। তার লাশ বিএসএফের উমর কোম্পানি সদরে নিয়ে গেছেন বিএসএফের সদস্যরা। কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের জন্য কথা বলা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ময়নাতদন্ত করে লাশটি ফেরত দেবে তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অনিয়মের অভিযোগে বগুড়ায় প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০২:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারী) ভোরে ভারতের সীমান্ত গ্রাম আমলাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাফিউল ইসলাম ওরফে টুকলু (৩৩) দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের আফজাল হোসেনের ছেলে। দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাংলাদেশির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তের বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ ভোরে আঙ্গরপোতা গ্রামের সীমান্ত দিয়ে চোরাকারবারিদের একটি দল ভারতের বিভিন্ন মালামাল আনতে আমলাবাড়ি গ্রামে যায়।

চিনি ও গরু নিয়ে ফেরত আসার সময় বিএসএফের একটি টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রাফিউল ঘটনাস্থলেই গুলিতে নিহত হন। বিএসএফের সদস্য তার লাশ নিজেদের ক্যাম্পে নিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশটি ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান জানান, সীমান্তের এক থেকে দেড় শ গজ ভেতরে ভারতে বাংলাদেশি ওই যুবক নিহত হন। তার লাশ বিএসএফের উমর কোম্পানি সদরে নিয়ে গেছেন বিএসএফের সদস্যরা। কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের জন্য কথা বলা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ময়নাতদন্ত করে লাশটি ফেরত দেবে তারা।