চট্টগ্রামে আদালতে ইসকনের হামলায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত ৬-৭ জন চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়।’। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতির জামাল উদ্দিনের পুত্র। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, একজন আইনজীবী নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাজ করছে। সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। ইসকনের চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর উগ্রবাদী ইসকন সদস্যরা আদালত এলাকায় তান্ডব শুরু করে। তারা ব্যাপক ভাংচুর করে। প্রতিবাদে আইনজীবী ও সাধারণ মানুষ এগিয়ে এলে তাদের সাথে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়।