ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ Logo ছাত্রদল থেকে পদত্যাগ করায় জেলা ছাত্রদল নেতা নেছারের হুমকি: “হাড্ডি জায়গায় থাকবে না” Logo বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: ড. আসিফ নজরুল Logo হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের সম্পদের নোটিশ Logo মুন্সীগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড Logo দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের- রাকিব Logo ভালুকায় মা সহ দুই মেয়েকে জবাই করে হত্যা Logo সড়কের বেহাল দশা, লক্ষ্মীপুরের স্থানীয়রা পড়েছেন প্রকৌঁশলীর গায়েবানা জানাজা Logo অযৌক্তিক ধর্মঘট নিয়ে প্রতিবাদ করায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ Logo বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের

পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবম ব্যাচের(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিঞা মুক্তমঞ্চে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক হুমায়রা আঞ্জুম। এছাড়াও বিভাগের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় অংশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। বাড়তি আনন্দ যোগ করতে বিভাগের শিক্ষক ড. মো. নাজমুল ইসলাম ও আবরার তাজওয়ার রিজন স্যার কবিতা আবৃত্তি করেন, এবং গানের পরিবেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড স্কেচ।

অনুষ্ঠানে বিদায়ী ব্যাচকে শুভকামনা জানিয়ে বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম বলেন, “আমি আশা করব তোমরা যেখানেই যাবে, তোমাদের কর্ম, প্রচেষ্টা ও কর্মস্পৃহা দ্বারা এই বিভাগের সুনাম বৃদ্ধি করবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আমার পরিবারকে যতটা না সময় দিই, তার থেকে তিন গুণ বেশি সময় দিই এই বিভাগে, তাই আমি আশা করি তোমরা ভালো করবেই। আমি সবসময় বিশ্বাস করি, তুমি যে কাজই করো না কেন, যেই প্রফেশনেই যাও না কেন, তোমার সফলতা নির্ভর করে তোমার উক্ত কাজে কতটা ডেডিকেশন রয়েছে তার ওপর। তাই সকল কাজকেই গুরুত্ব দিয়ে সম্পন্ন করবে এটাই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ

পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবম ব্যাচের(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিঞা মুক্তমঞ্চে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক হুমায়রা আঞ্জুম। এছাড়াও বিভাগের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় অংশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। বাড়তি আনন্দ যোগ করতে বিভাগের শিক্ষক ড. মো. নাজমুল ইসলাম ও আবরার তাজওয়ার রিজন স্যার কবিতা আবৃত্তি করেন, এবং গানের পরিবেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড স্কেচ।

অনুষ্ঠানে বিদায়ী ব্যাচকে শুভকামনা জানিয়ে বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম বলেন, “আমি আশা করব তোমরা যেখানেই যাবে, তোমাদের কর্ম, প্রচেষ্টা ও কর্মস্পৃহা দ্বারা এই বিভাগের সুনাম বৃদ্ধি করবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আমার পরিবারকে যতটা না সময় দিই, তার থেকে তিন গুণ বেশি সময় দিই এই বিভাগে, তাই আমি আশা করি তোমরা ভালো করবেই। আমি সবসময় বিশ্বাস করি, তুমি যে কাজই করো না কেন, যেই প্রফেশনেই যাও না কেন, তোমার সফলতা নির্ভর করে তোমার উক্ত কাজে কতটা ডেডিকেশন রয়েছে তার ওপর। তাই সকল কাজকেই গুরুত্ব দিয়ে সম্পন্ন করবে এটাই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।