ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার হরিপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজানকে আটক করেছে হরিপুর থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে হরিপুর উপজেলার যাদুরাণী বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হরিপুর উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের পক্ষ থেকে অবিলম্বে সাংবাদিক মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিককে এভাবে আটক করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত বিষয়টি স্পষ্ট করে মিজানুর রহমানকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মিজানুর রহমানের প্রতি সংহতি প্রকাশ করে বলা হয়, “ভয় নাই ভাই, সাথে আছি—ছিলাম, থাকবো ইনশাআল্লাহ।”