গার্মেন্টস শ্রমিকদের জন্য এলো সুখবর। বাজার পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং তৈরি পোশাক শিল্পে তাদের অবদান বিবেচনায় টিসিবির মাধ্যমে ১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারকে দেওয়া হবে ভর্তুকি মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি এর ফ্যামিলি কার্ডধারী যে এক কোটি পরিবার রয়েছে, তার বাইরে আরও ১০ লাখ গার্মেন্টস শ্রমিক এই সেবায় যুক্ত হচ্ছেন। এসব পরিবারের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করবে সরকার। এই কার্যক্রম চালাতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর ফলে ফলে টিসিবির পরবর্তী পণ্য বিক্রির কার্যক্রমে ভোক্তা হিসেবে গার্মেন্টস শ্রমিকরাও যুক্ত হবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২৭ নভেম্বর) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, ১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ওঠার কথা ছিল।
এর উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “ওটা আমরা অনুমোদন দিয়েছি। টিসিবি ওটা করবে। টিসিবির রেগুলার যে প্রোগ্রাম আছে ১ কোটি পরিবারের জন্য, ওরা বোধ হয় ওখান থেকে সংস্থান করতে পারবে।
এই ১০ লাখ গার্মেন্টস শ্রমিক কী ১ কোটির বাহিরে থাকবেন? সাংবাদিকদের এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, “১ কোটির ভেতরে আছে। কারণ ১ কোটি সব তো আমরা ইস্যু করতে পারিনি। আমরা বলেছি, আপাতত আপনারা এটা করেন। পরে শুধু গার্মেন্টস না, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখব। আপাতত আমরা গার্মেন্টসে দেওয়ার অনুমোদন দিয়েছি, ওদের দেবে।