তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কেজিপ্রতি ৪০ টাকা কমেছে সব ধরনের কাঁচামরিচের দাম। বর্তমানে দেশি এবং ভারতীয় কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত তিন দিন আগে বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি দরে। আমদানি বেশি এবং বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেছেন, দেশের বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। তবে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ টাকা কেজির মধ্যে থাকলে আমাদের সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হবে। নিয়মিত বাজার মনিটরিং করলে সব নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও জানান সাধারণ ক্রেতারা।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা ইসরাফিল হোসেন বলেছেন, কাঁচামরিচের দাম অনেকটাই কমেছে। গত এক সপ্তাহ আগে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বেশি সেই সঙ্গে ভারত থেকে প্রচুর পরিমাণ কাঁচামরিচ আমদানি হচ্ছে। এতে করে খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহের তিন দিনে ১৩ ট্রাকে ১৩২ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।