ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুন্সিগঞ্জ-১ আসনে জনগণের আস্থার শীর্ষে জামায়াত প্রার্থী এ.কে.এম ফখরুদ্দিন রাজী Logo মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, বাসচালক গ্রেপ্তার Logo নবাগতদের আবাসন সংকট নিরসনে ঢাবি ছাত্রশিবিরের চার দফা দাবি Logo হরিণ শিকারের ফাঁদ বসাতে গিয়ে, নিজেই শিকার দুলাল Logo মব নয়, এটি সাংবাদিকতার ব্যর্থতারে ফল প্রেসার গ্রুপ: প্রেস সচিব Logo এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে Logo ইসরায়েলের ৩১ হাজারেরও বেশি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইরান Logo ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনওই বন্ধ হবে না: ইরাভানি Logo পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান Logo ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫-২৬ অর্থবছরে জবির বাজেট ২৯৭ কোটি ৮২ লক্ষ

বাংলাদেশের প্রথম মডেল ‘মসলা গ্রাম’: কুষ্টিয়ার বড়িয়ায় কৃষিতে নতুন বিপ্লব

কুষ্টিয়ার সদর উপজেলার ছোট্ট একটি জনপদ—বড়িয়া। কয়েক বছর আগেও যা ছিল ধান ও গমের পরিচিত মাঠঘাট, আজ সেটি রূপ নিয়েছে দেশের প্রথম ‘মডেল মসলা গ্রামে’। আর এই রূপান্তরের নেপথ্যে আছে সরকারি প্রণোদনা, কৃষকের পরিশ্রম, আর আধুনিক প্রযুক্তির যুগোপযোগী ব্যবহার।

গ্রামের ভেতর প্রবেশ করতেই দু’পাশে চোখে পড়ে খাঁচা পদ্ধতিতে লাগানো তেজপাতা, দারুচিনি, গোলমরিচের গাছ। কেউ ভাবতেও পারেনি, এক সময়কার পতিত জমিতে এতটা সম্ভাবনা লুকিয়ে আছে। জিও ব্যাগে আদা, হলুদ কিংবা উঠানে ক্যাপসিকাম—গ্রামের প্রতিটি চৌহদ্দি যেন এখন ছোট্ট একটি গবেষণাক্ষেত্র।

এই প্রকল্পের আওতায় বড়িয়ায় চাষ হচ্ছে মোট ১৪ ধরনের মসলা। বাড়ির পাশের পুকুরপাড় কিংবা পরিত্যক্ত কোনো আঙিনা—সব জায়গাই এখন চাষের আওতায়। এখানকার কৃষক আবির হাসান বলেন, “আমার বাড়ির পেছনের যে জায়গাটা আগের বছর ঘাসে ভরা ছিল, এখন সেখানে আদা চাষ করে মাসে ভালো আয় করছি। মাটিকে ঠিকভাবে চিনতে পারলে সে কখনো ফেরায় না।”

সরকারের ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের অধীনে এই গ্রামের ৬ হাজার মসলা গাছ লাগানো হয়েছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পর্যবেক্ষণ ও সহযোগিতায় এই প্রকল্পে যুক্ত হয়েছেন শতাধিক কৃষক।

২০২৩ সালের জুলাই মাসে শুরু হওয়া এই পাঁচ বছর মেয়াদি প্রকল্প এখন বড়িয়ার মানুষের জীবনে অর্থনৈতিক স্থিতি ও নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই এখন কৃষিকাজে যুক্ত, অনেক তরুণও পড়ালেখার পাশাপাশি কৃষিকে নিচ্ছে পেশা হিসেবে।

প্রকল্প পরিচালক রাসেল আহমেদ বলেন, “এই মডেল গ্রাম শুধু ফসল উৎপাদনের জন্য নয়, একটি প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবেও কাজ করবে। এখান থেকেই কৃষকেরা মসলার বীজ ও চারা সরবরাহ করতে পারবেন, যা ভবিষ্যতে জাতীয় চাহিদা পূরণে সহায়ক হবে।”

বড়িয়া এখন শুধু একটি গ্রাম নয়—এটি একটি দর্শন, যেখানে কৃষি মানে শুধু জমিতে ফসল ফলানো নয়, বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যতের বীজ বোনা।

 

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জ-১ আসনে জনগণের আস্থার শীর্ষে জামায়াত প্রার্থী এ.কে.এম ফখরুদ্দিন রাজী

বাংলাদেশের প্রথম মডেল ‘মসলা গ্রাম’: কুষ্টিয়ার বড়িয়ায় কৃষিতে নতুন বিপ্লব

আপডেট সময় ০৩:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ার সদর উপজেলার ছোট্ট একটি জনপদ—বড়িয়া। কয়েক বছর আগেও যা ছিল ধান ও গমের পরিচিত মাঠঘাট, আজ সেটি রূপ নিয়েছে দেশের প্রথম ‘মডেল মসলা গ্রামে’। আর এই রূপান্তরের নেপথ্যে আছে সরকারি প্রণোদনা, কৃষকের পরিশ্রম, আর আধুনিক প্রযুক্তির যুগোপযোগী ব্যবহার।

গ্রামের ভেতর প্রবেশ করতেই দু’পাশে চোখে পড়ে খাঁচা পদ্ধতিতে লাগানো তেজপাতা, দারুচিনি, গোলমরিচের গাছ। কেউ ভাবতেও পারেনি, এক সময়কার পতিত জমিতে এতটা সম্ভাবনা লুকিয়ে আছে। জিও ব্যাগে আদা, হলুদ কিংবা উঠানে ক্যাপসিকাম—গ্রামের প্রতিটি চৌহদ্দি যেন এখন ছোট্ট একটি গবেষণাক্ষেত্র।

এই প্রকল্পের আওতায় বড়িয়ায় চাষ হচ্ছে মোট ১৪ ধরনের মসলা। বাড়ির পাশের পুকুরপাড় কিংবা পরিত্যক্ত কোনো আঙিনা—সব জায়গাই এখন চাষের আওতায়। এখানকার কৃষক আবির হাসান বলেন, “আমার বাড়ির পেছনের যে জায়গাটা আগের বছর ঘাসে ভরা ছিল, এখন সেখানে আদা চাষ করে মাসে ভালো আয় করছি। মাটিকে ঠিকভাবে চিনতে পারলে সে কখনো ফেরায় না।”

সরকারের ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের অধীনে এই গ্রামের ৬ হাজার মসলা গাছ লাগানো হয়েছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পর্যবেক্ষণ ও সহযোগিতায় এই প্রকল্পে যুক্ত হয়েছেন শতাধিক কৃষক।

২০২৩ সালের জুলাই মাসে শুরু হওয়া এই পাঁচ বছর মেয়াদি প্রকল্প এখন বড়িয়ার মানুষের জীবনে অর্থনৈতিক স্থিতি ও নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সবাই এখন কৃষিকাজে যুক্ত, অনেক তরুণও পড়ালেখার পাশাপাশি কৃষিকে নিচ্ছে পেশা হিসেবে।

প্রকল্প পরিচালক রাসেল আহমেদ বলেন, “এই মডেল গ্রাম শুধু ফসল উৎপাদনের জন্য নয়, একটি প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবেও কাজ করবে। এখান থেকেই কৃষকেরা মসলার বীজ ও চারা সরবরাহ করতে পারবেন, যা ভবিষ্যতে জাতীয় চাহিদা পূরণে সহায়ক হবে।”

বড়িয়া এখন শুধু একটি গ্রাম নয়—এটি একটি দর্শন, যেখানে কৃষি মানে শুধু জমিতে ফসল ফলানো নয়, বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যতের বীজ বোনা।